আজ রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা

editor
প্রকাশিত জুন ৩, ২০২৫, ১২:৪০ অপরাহ্ণ
কালীগঞ্জে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা

Sharing is caring!


Manual6 Ad Code
তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর:
গাজীপুরের কালীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) বিকেলে  দিবসটি উপলক্ষে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির মাস্টার এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি সালাউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে বিএনপি নেতা মোহাম্মদ সোলায়মান আলম, আশরাফী হাবীবুল্লাহ, খাইরুল হাসান মিন্টু, খালেকুজ্জামান বাবলু, মোহাম্মদ হোসেন আরমান মাস্টার, ইব্রাহীম প্রধান, ফরিদ আহমেদ মৃধা, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র লুৎফুর রহমান, যুবদল নেতা মাসুদ রানা, তাঁতীদল নেতা হারুন-অর-রশিদসহ জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদান এবং বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর সাহসী ভূমিকাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তাঁরা বলেন, “জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক। বর্তমান প্রজন্মের উচিত তাঁর আদর্শে উজ্জীবিত হয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় এগিয়ে আসা।”
অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Manual1 Ad Code
Manual3 Ad Code