আজ রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নাগরপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

editor
প্রকাশিত জুন ৯, ২০২৫, ০৫:১৩ অপরাহ্ণ

Sharing is caring!


Manual7 Ad Code
এম.এ.মান্নান,নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:
টাঙ্গাইলের নাগরপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(০৯ জুন)সকালে উপজেলা জামায়াত অফিসে এই ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানটি উপজেলা জামায়াতের আমির মাওলানা মো.রফিকুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন টাংগাইল-০৬ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডা.একেএম আব্দুল হামিদ।
উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমীর অধ্যক্ষ মাওলানা মো.গোলাম রব্বানী,সাবেক উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা মোসলেম উদ্দীন,উপজেলা জামায়াতের সহ সেক্রেটারী হাফেজ আজিম উদ্দীন,আশুলিয়া থানা জামায়াত নেতা মো.আলি আকবর প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা স্বাধীনভাবে ঈদ উদযাপন করতে পারায় আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং ছাত্র-জনতার আন্দোলনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নতুন স্বাধীনতা সংগ্রামে আহতদের সুস্থতা ও নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা যুব বিভাগ ও IBWF এর সভাপতি ডা.এম.এ.মান্নান,উপজেলা তালিমুল কুরআন ফাউন্ডেশন এর সভাপতি ডা.মো.আজিজুর রহমান,নাগরপুর সদর ইউনিয়ন জামায়াত সভাপতি মো.ইমরান হোসাইন,মোকনা ইউনিয়ন সভাপতি মাওলানা শাহাদত হোসেন,মামুদনগর ইউনিয়ন সভাপতি হাফেজ মাসুদ হাসান,ভারড়া ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল সালাম মিয়া, সলিমাবাদ ইউনিয়ন সভাপতি মো.দেলোয়ার হোসেন,ধুবুরিয়া ইউনিয়ন সভাপতি মো.আবুল বাশার বিজু,সহবতপুর ইউনিয়ন সভাপতি হাফেজ মো.লুৎফর রহমান,উপজেলা শ্রমিক কল্যাণ এর সহ সভাপতি আব্দুর রশীদ হারুন,সেক্রেটারী আব্দুর কাদের,উপজেলা সাবেক শিবির সভাপতি ইসমাঈল হোসেন ইমরান,উপজেলা যুব বিভাগের ক্রিড়া সম্পাদক ব্যারিষ্টার হাসনাত জামিল সহ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেত্ববৃন্দ উপস্থিত ছিলেন।
Manual1 Ad Code
Manual4 Ad Code