আজ শনিবার, ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে গৃহবধূর বাড়িতে সশস্ত্র হামলা ও লুটপাট

editor
প্রকাশিত জুন ১৪, ২০২৫, ০১:২৫ অপরাহ্ণ
কালীগঞ্জে গৃহবধূর বাড়িতে সশস্ত্র হামলা ও লুটপাট

Sharing is caring!

Manual2 Ad Code

তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর:

Manual4 Ad Code

গাজীপুরের কালীগঞ্জে জোবাইদা (৫২) নামের এক গৃহবধূর বাড়িতে সশস্ত্র হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। কালীগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের দুর্বাটি গ্রামে এ ঘটনা ঘটে।

Manual4 Ad Code

এ ঘটনায় বাদী হয়ে ভুক্তভোগী ওই নারী কালীগঞ্জ থানায় একটি মামলা (নং ১২) দায়ের করেন। হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩৫ লক্ষ টাকা বলে অভিযোগ করেন তিনি।

শনিবার (১৪ জুন) মামলার বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, থানায় ভূক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত ছিল। তবে মামলা দায়েরের একদনি পরই মামলার ৬ এজাহার নামীয় আসামী আদালত থেকে জামিন নিয়েছেন। এখন মামলা তদন্ত হচ্ছে, দোষীদের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেন দেওয়া হবে।

ভুক্তভোগীর লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩০ মে সকালে জোবাইদার প্রতিবেশী আলামিন পালোয়ান, মোস্তাকিম পালোয়ান, শরিফ, তাসলিমা বেগম, ফেরদৌসী পালোয়ান, আলিফ পালোয়ানসহ অজ্ঞাতনামা আরো ১০-১২ জন ব্যক্তি দেশীয় অস্ত্র দা, ছেনি, চাপাতি ও লাঠিসোঠা নিয়ে অতর্কিত হামলা চালায়।

Manual7 Ad Code

সূত্র আরো জানায়, হামলাকারীরা জোবাইদার দুটি টিনসেড ঘর ও বিল্ডিংয়ের দরজা-জানালা ভাঙচুর করে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। পরে তারা ঘরের ভেতরে থাকা ২টি সোফাসেট, ৩টি স্টিলের আলমারি, ১টি কাঠের আলমারি, ১টি ডাইনিং টেবিল, ২টি সিসি ক্যামেরা, ১টি ফ্রিজ ও ১টি এলইডি টিভি ভাঙচুর করে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করে। এছাড়াও, ঘরের আলমারিতে রাখা প্রায় ২০ লক্ষ টাকার সোনার গহনা ও নগদ ২ লক্ষ টাকা চুরি করে নিয়ে যায় হামলাকারীরা। সব মিলিয়ে আর্থিক ক্ষতির পরিমাণ ৩৫ লক্ষ টাকা বলে অভিযোগে করেন তিনি।

Manual2 Ad Code

Manual1 Ad Code
Manual6 Ad Code