আজ শনিবার, ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বেতুয়া-প্রশান্তির সৌন্দর্যে দর্শনার্থীদের মুগ্ধতা

editor
প্রকাশিত জুন ১৯, ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ণ
বেতুয়া-প্রশান্তির সৌন্দর্যে দর্শনার্থীদের মুগ্ধতা

Sharing is caring!

Manual8 Ad Code
গাজী তাহের লিটন, ভোলা:
ইলশে নদীর উত্তাল তরঙ্গের তীরঘেঁষে ভোলার চরফ্যসনের বেতুয়া লঞ্চঘাট। খরস্রোতা মেঘনার উত্তাল ঢেউ বারবার আছড়ে পড়ে এখনে। যা দর্শনার্থীদের আনন্দের বর্ণচ্ছটায় উদ্বেল করে তোলে।
এক সময়ের চর নামে পরিচিত ছিল বেতুয়া নামক এ অঞ্চল। এখানে ছিল কৃষকদের বসবাস ও কৃষি খেত খামার। বর্ষায় রাস্তাঘাটের পরিস্থিতি খুবই বেহাল ছিল। এ দিকে বেতুয়ার কোল ঘেষে বয়ে যায় ক্ষরস্রোতা মেঘনা। অতীতের সেই চিত্র আজ একেবারেই ভিন্ন।
ভোলা জেলার বেতুয়া লঞ্চঘাট বেতুয়াবাসির জন্য আশির্বাদ বয়ে এনেছে। এই লঞ্চঘাট-কে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে মন জুড়ানো বেশ কিছু স্থাপনা।
বেতুয়া লঞ্চঘাটের পাশেই এখন মনোমুগ্ধকর পরিবেশ শোভিত বেতুয়া প্রশান্তি পার্ক। চরফ্যাশন উপজেলায় আগত পর্যটকদের জন্য প্রাকৃতিক রূপ-লাবণ্য উপভোগ করার অন্যতম স্থান। নদীর সাথে প্রকৃতির অপূর্ব মিতালী উপভোগ, নদী পাড়ে বসে সূর্যাস্ত অবলোকন ও নদীর নির্মল বাতাসে বসে সময় কাটানোর জন্য প্রকৃতিপ্রেমীরা এখানে ছুটে আসেন একটুখানি প্রশান্তির সন্ধানে।
 এছাড়া নদীর তীর ব্লক বেষ্টিত হওয়ায় পর্যটকরা খুব কাছ থেকে মেঘনার ঢেউ স্পর্শ করতে পারেন। এদিকে উত্তাল বাতাস ও উন্মক্ত পরিবেশ সব মিলে মন মুগ্ধকর।
দেশের বৃহত্তম পর্যটন দ্বীপের সৌন্দর্যের শেষ নেই। দ্বীপজেলা ভোলার চরফ্যাসনে পর্যটন স্পটের মধ্যে আরো রয়েছে: তারুয়া সমুদ্র সৈকত, চর কুকরি-মুকরি, জ্যাকব টাওয়ার, বেতুয়া সমুদ্র সৈকত, ফ্যাশন স্কয়ার, এবং চরফ্যাশন শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক।
পর্যটনের এ নান্দনিক দ্বীপশহরে না আসলে বোঝার উপায় থাকবেনা বাংলাদেশ অনন্ত ও অসীম সৌন্দর্যের একটি দেশ।
Manual1 Ad Code
Manual5 Ad Code