আজ শনিবার, ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলার মেঘনা নদীতে ডুবে জেলের মৃত্যু

editor
প্রকাশিত জুন ২০, ২০২৫, ০১:০৯ অপরাহ্ণ
ভোলার মেঘনা নদীতে ডুবে জেলের মৃত্যু

ভোলার মেঘনা নদীতে ডুবে জেলের মৃত্যু

Sharing is caring!

Manual8 Ad Code

গাজী তাহের লিটন, ভোলা

ভোলার মনপুরায়  মাছ শিকার শেষে তীরে  এসে মেঘনা নদীতে পড়ে মো. মহিউদ্দিন (৫০) নামে  এক জেলের মৃত্যু হয়েছে। মৃত মহিউদ্দিন মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।

আজ শুক্রবার (২০ জুন) দুপুর বারোটার মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আলমপুর রাস্তার মাথার মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করেন স্থানীয় জেলেরা।

Manual1 Ad Code

স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার রাতে একটি ট্রলার নিয়ে  মহিউদ্দিন মাঝিসহ আরো ৭ জেলে মনপুরা উপজেলার মেঘনা নদীতে মাছ শিকার করতে যান। নদীতে শিকার করা মাছ নিয়ে আজ শুক্রবার সকাল ৯ টার দিকে উত্তর সাকুচিয়ার আলমপুর রাস্তার মাথা নামক এলাকার মেঘনা নদীর তীরে এসে নোঙর করে ট্রলারটি। পরে সব জেলে নাস্তা খেতে উপরে উঠে গেলেও মহিউদ্দিন উঠেনি। সে পরে আসবে বলে সঙ্গীদের বলেন। এরপর  জেলেরা ফিরে এসে মহিউদ্দিনকে ট্রলারে দেখতে না পেয়ে খোঁজাখুজি করেন। পরে দুপুর ১২ টার নদীতে ওই স্থানে এক জেলের জালে তার লাশ উঠে আসে। জেলেদের দাবী মহিউদ্দিন সাঁতার ভালো জানতো না। ট্রলার থেকে নামার সময় নদীতে পরে মৃত্যু হয়েছে বলে ধারনা করেন তারা।

Manual4 Ad Code

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আহসান কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Manual4 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code