আজ রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্ব পরিবেশ দিবসে কাপাসিয়ায় নানা কর্মসূচি পালিত

editor
প্রকাশিত জুন ২৫, ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ণ
বিশ্ব পরিবেশ দিবসে কাপাসিয়ায় নানা কর্মসূচি পালিত

Sharing is caring!

Manual8 Ad Code
আকরাম হোসেন হিরন কাপাসিয়া প্রতিনিধিঃ
বিশ্ব পরিবেশ দিবস ওর পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা ২০২৫ উদযাপন উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় নানা কর্মসূচি পালিত হয়েছে। ২৫ জুন বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ এসব কর্মসূচি পালিত হয়।
“প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দেশব্যাপী একযোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা বের করা হয়।
অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুল আমিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুমন কুমার বসাক, উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ডাক্তার মোঃ ইজদাদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এজাজ মিয়া, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ আব্দুল্লাহ আল মামুন, ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা নূর আলম সিদ্দিকী প্রমুখ।
এছাড়া সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বিশ্ব পরিবেশ দিবসে প্লাস্টিক দূষণের প্রভাব সম্পর্কে ক্রমবর্ধমান বৈজ্ঞানিক প্রমাণের উপর আলোকপাত করে এবং প্লাস্টিকের ব্যবহার প্রত্যাখ্যান, হ্রাস, পুনঃব্যবহার এবং পুনর্বিবেচনা করার জন্য গতি সঞ্চারের তাগাদা দেন। বিশ্বব্যাপী প্লাস্টিক দূষণ চুক্তির মাধ্যমে প্লাস্টিক দূষণ বন্ধ করার জন্য গৃহীত প্রতিশ্রুতিকেও আরও জোরদার করার আহ্বান জানান।
Manual1 Ad Code
Manual2 Ad Code