Sharing is caring!

সিলেট ডেস্ক:
খেলাফত মজলিস সিলেট জেলার আওতাধীন দক্ষিণ সুরমা উপজেলা শাখার মাসিক নির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) উপজেলার চন্ডিপুলস্থ মজলিস কার্যালয়ে উপজেলা সভাপতি সিনিয়র সাংবাদিক এম আহমদ আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সমাজকল্যাণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ।
সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আবদাল এর পরিচালনায় দায়িত্বশীলদের মধ্যে উপজেলা সহ-সভাপতি হাজী হেলাল আহমদ, সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল জাবের, মাওলানা এনামুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা জাহিদ আহমদ, গাজী হারুনুর রশিদ, অর্থ সম্পাদক বেলাল আহমদ, অফিস ও প্রচার সম্পাদক আব্দুল কাদির রাজু, কৃষি বিষয়ক সম্পাদক মাওলানা শামছুল ইসলাম, প্রকাশনা ও তথ্য সম্পাদক হারুনুর রশিদ, যুব বিষয়ক সম্পাদক খালেদ হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক শফিকুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা যুব মজলিসের সাধারণ সম্পাদক সোহেল আহমদ, নির্বাহী সদস্য ফখরুল ইসলাম, মুফতি আতিকুর রহমান, আব্দুল আহাদ কয়েছ প্রমুখ উপস্থিত ছিলেন।