আজ বৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মাদারীপুরে বন্ধুত্বের মেলবন্ধন ঈদ পুনর্মিলনী

editor
প্রকাশিত জুলাই ৫, ২০২৫, ১২:৪০ অপরাহ্ণ
মাদারীপুরে বন্ধুত্বের মেলবন্ধন ঈদ পুনর্মিলনী

Sharing is caring!

রাকিব হাসান, মাদারীপুর প্রতিনিধি

বন্ধু মানে সুখ-দুঃখের এক মজবুত ভরসা, চরম বন্ধুর পথে এগিয়ে চলার অনুপ্রেরণা। মানুষের জীবনের প্রায় ধাপে ধাপে শত বন্ধুর দেখা মেলে। কেউ স্কুলজীবনের বন্ধু, কেউবা কলেজজীবনের, কেউ বিশ্ববিদ্যালয়ের, কেউবা আবার কর্মজীবনের বন্ধু। এর বাইরেও অনেক বন্ধু রয়েছে। তবে জীবনচলার পথে যে বন্ধুদের দিয়ে বন্ধুত্বের সংজ্ঞা মনের মধ্যে আত্মস্থ হয়, তারা স্কুলজীবনের বন্ধু। তাদের কখনও ভোলা যায় না। হয়তো ব্যস্ততার কারণে নিয়মিত খোঁজখবর রাখা হয়ে ওঠে না, কিন্তু তারাই গেঁথে থাকে অন্তরে। বাস্তবে সচরাচর দেখা না মিললেও স্মৃতির পাতায় আজীবন রয়ে যায় অমলিন।

মাদারীপুর জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাচ-৯৫ (এসএসসি)এর শিক্ষার্থীদের মিলনমেলায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত অনুষ্ঠানে এসকল কথা বলেন তারা।এ সকল ব্যতিক্রম আয়োজন করেছেন মাদারীপুর -৯৫ বন্ধু মহল।

শুক্রবার (৪জুলাই) সন্ধ্যায় শিবচর উপজেলার পদ্মার পাড়ে সবাই একত্রিত হন। এদিকে পুরনো সব বন্ধু আর সহপাঠীকে পরস্পর জড়িয়ে ধরে হয়েছেন আত্মহারা। হাতে হাত আর বুকে বুক মিলিয়ে করেছেন কুশল বিনিময়। অনেকে আবার প্রিয় সহপাঠীকে পেয়ে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। মোবাইল ক্যামেরায় নিজেদের বন্দি করেন নতুন করে।

 

আয়োজকরা জানান, দূরে থাকে বা একসাথে মিলিত হওয়া সম্ভব না, তারা অনলাইনে ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়ে পুনর্মিলনী করতে পারে।

বন্ধুদের ঈদ পুনর্মিলনী আয়োজনের মাধ্যমে পুরনো দিনের স্মৃতিগুলো আবার মনে করা, বন্ধুদের সাথে আনন্দ ভাগাভাগি করা এবং নতুন করে সম্পর্ককে শক্তিশালী করা যায়। এটি বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করে তোলে।

ঈদ পূর্নমিলনী আয়োজনে ছিলেন,এ. কে.আজাদ খান সুজন, ইমান কাজী,সোহেল আহমেদ, মনির বেপারী,মনির লস্কর, রাহাত বেপারী,রুবেল আহমেদ, পনেট লস্কর,মাহমুদ, ফরিদ,নিজামসহ প্রমুখ।