আজ বুধবার, ২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেদীর রং না শুকাতেই পৃথিবীর বৃন্ত থেকে ঝরে গেলেন পাইলট তৌকির

editor
প্রকাশিত জুলাই ২১, ২০২৫, ০২:১৫ অপরাহ্ণ
মেহেদীর রং না শুকাতেই পৃথিবীর বৃন্ত থেকে ঝরে গেলেন পাইলট তৌকির

Oplus_16908288

Sharing is caring!

সদরুল আইনঃ
ঢাকার উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট তৌকির ইসলাম সাগর নিহত হয়েছেন।
মাত্র ছয় মাস আগে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন এই তরুণ পাইলট। কিন্তু স্বপ্নযাত্রা থেমে গেল হঠাৎই, একটি ভয়াবহ দুর্ঘটনায়।
সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনে এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়।
 দুর্ঘটনায় বহু শিক্ষার্থী ও সাধারণ মানুষ আহত হন, এবং প্রাণ হারান পাইলট তৌকির ইসলাম।
পাইলট তৌকিরের মেজ চাচা মতিউর রহমান জানান, ‘সাগরের বিয়েটা মাত্র ছয় মাস আগে হয়েছে। এখনও কোনো সন্তান হয়নি। সে সম্প্রতি রাজশাহীতে এসেছিল পরিবার দেখতে। আজ দুপুরে হঠাৎ তার মৃত্যুর খবর পেলাম।’
সাগরের মৃত্যুর খবর পৌঁছানোর পর রাজশাহীর উপশহরের ৩ নম্বর সেক্টরে তার বাড়িতে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠে বাড়ির পরিবেশ।