আজ শনিবার, ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির পরিচালনা পর্ষদ অনুষ্ঠিত 

editor
প্রকাশিত জুলাই ২২, ২০২৫, ০৩:০০ অপরাহ্ণ
মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির পরিচালনা পর্ষদ অনুষ্ঠিত 

Sharing is caring!

তিমির বনিক:

মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির পরিচালনা পর্ষদের প্রথম সভা (২০২৫-২০২৮) অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২১শে জুলাই শহরের সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে এসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক ও লাইব্রেরির পরিচালনা পর্ষদের সভাপতি মো: ইসরাইল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো: মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল অদুদ, সহ সাধারণ সম্পাদক সৈয়দ হুমায়েদ আলী শাহীন, এহসানা চৌধুরী চায়না, মৌলভীবাজার সরকারি কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান রফি উদ্দিন, কোষাধ্যক্ষ জাহেদ আহমেদ চৌধুরী, কার্যনির্বাহী সদস্যবৃন্দ সৈয়দ রুহুল আমীন, জাকির হোসেন উজ্জ্বল, আনোয়ার হোসেন দুলাল, বিশ্বজিৎ লাল দত্ত (বিজিৎ ), মুহিদুর রহমান,আবু তাহের, মৌলভীবাজার সরকারি কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান রফি উদ্দিন।
সভায় নির্বাচিত পরিচালনা পর্ষদের কর্মকর্তাবৃন্দ ও সদস্যদের পরিচিতি, লাইব্রেরির সার্বিক পরিস্থিতি পর্যালোচনা, বিভিন্ন উন্নয়ন উদ্যোগ আলোচনা, ব্যাংক হিসাব হালনাগাদ ও নতুন হিসাব খোলার প্রস্তাব লাইব্রেরি ভবনের সংস্কার বিষয়ে আলোচনা, লাইব্রেরি বিদ্যুৎ বিল পরিশোধ সংক্রান্ত ও কর্মচারীদের বেতন-ভাতা নিয়ে পর্যালোচনা করা হয়।