আজ শনিবার, ২৩শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

বিমান দূর্ঘটনায় নিহত মাইলস্টোন কলেজের শিক্ষিকা মাহেরীন চৌধুরী’র জানাযা সম্পন্ন

editor
প্রকাশিত জুলাই ২২, ২০২৫, ০৩:০৯ অপরাহ্ণ
বিমান দূর্ঘটনায় নিহত মাইলস্টোন কলেজের শিক্ষিকা মাহেরীন চৌধুরী’র জানাযা সম্পন্ন

Sharing is caring!

মনিরুজ্জামান লেবু, নীলফামারী প্রতিনিধিঃ
ঢাকার উত্তরা মাইলস্টোন কলেজের শিক্ষিকা বিমান দূর্ঘটনায় নিজের জীবন বাজি রেখে ২০ জন শিক্ষার্থীর  প্রানের বিনিময়ে নিজের জীবন বিসর্জন দেওয়া নীলফামারীর জলঢাকার বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি ও বগুলাগাড়ীর চৌধুরী পরিবারের সন্তান, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ভাতিজি, মাহেরীন চৌধুরীর জানাযা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার বিকেল ৩.৩০ মিনিটে বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজ মাঠে মরহুমের জনাযা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে তার বাবার কবরের পাশে দাফন সম্পন্ন করা হয়।
এর আগে ঢাকা থেকে তার মরদেহ ৩.২৫ মিনিটে আসার পর তাকে এক নজর দেখতে তার বাবার  বাড়িতে শতশত মানুষ ভীড় জমায়।
এদিকে জনাজা শুরু হওয়ার আগে তার স্বামী মনসুর উপস্থিত শোকার্ত মানুষের উদ্দেশ্যে বলেন, তার স্ত্রী এই এলাকার শিক্ষা বিস্তারের জন্য কাজ করছিলেন এবং বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হয়েছিলেন।
তার জন্য দোয়া প্রত্যাশা করে তিনি আরও বলেন  আমার স্ত্রী আপনাদের অনেক ভালোবাসতেন। আজকের এই উপস্থিতি তারই প্রমাণ। আমার এই দুর্দিনে আমার পরিবারের পাশে যারা আছেন সকলের কাছে আমি এবং আমার পরিবার কৃতজ্ঞ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, মাহরীন চৌধুরী একজন আলোকিত মানুষ ছিলেন। কারো প্রতি কখনো অন্যায় করেননি এবং অন্যায় কাজে জড়াননি,শিক্ষা বিস্তারে তিনি কাজ করছিলেন।
উক্ত নামাজে জানাযায় বিএনপি,জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ,শিক্ষক, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
উল্লেখ, সোমবার দুপুরে ঢাকার উত্তরা দিয়াবাড়ীর মাইলস্টোন কলেজে বিমান দূর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, মাহরিন চৌধুরী।