Sharing is caring!

তিমির বনিক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলবাসীর ভূমি সংক্রান্ত সেবা সহজ ও সাশ্রয়ী করতে বৃহস্পতিবার (৩১ জুলাই) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ভূমি সেবা সহায়তা কেন্দ্র-২ “মেসার্স রবি এন্টারপ্রাইজ”। শহরের হবিগঞ্জ রোডে মনোরঞ্জন বাবুর বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, “সরকারি নির্ধারিত ফি’র বিনিময়ে জনগণ যেন নির্ভরযোগ্যভাবে ভূমি সংক্রান্ত সেবা পায়, সে লক্ষ্যে এই সেবা কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মৃনাল কান্তি দাশ, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, ভূমি অফিসের নাজির মো. আব্দুল বাছির, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।
“রবি এন্টারপ্রাইজ”-এর কর্ণধার মো. রবি উদ্দিন জানান, “আমাদের উদ্দেশ্য হচ্ছে ভূমি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, যাতে কেউ দালাল চক্রের হয়রানির শিকার না হয়।”
এই সেবা কেন্দ্র থেকে অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ, নামজারি, খতিয়ান ও ম্যাপ সংগ্রহসহ বিভিন্ন ডিজিটাল ভূমি সেবা প্রদান করা হবে।