আজ শুক্রবার, ১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষক-শিক্ষিকারা বিয়ের দাওয়াত খেতে যাওয়ায় বিদ্যালয় বন্ধ!

editor
প্রকাশিত জুলাই ৩১, ২০২৫, ০৫:০০ অপরাহ্ণ
শিক্ষক-শিক্ষিকারা বিয়ের দাওয়াত খেতে যাওয়ায় বিদ্যালয় বন্ধ!

Sharing is caring!

আসাদুজ্জামান তালুকদার,নেত্রকোণা:

নেত্রকোণা সদর উপজেলার কেগাতী (কালিয়ারা গাবরাগাতী) ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়গুলো বৃহস্পতিবার (৩১ জুলাই) কার্যক্রম বন্ধ থাকার অভিযোগ উঠেছে।

সরেজমিন অনুসন্ধানে দেখা যায়, কেগাতী ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বিয়ের দাওয়াত খেতে যাওয়ায় কথা বলে বৃহস্পতিবার সকাল সকাল বিদ্যালয় বন্ধ করে দেন। পরে শিক্ষার্থীদের বাড়িতে পাঠিয়ে দেন শিক্ষক শিক্ষিকারা।
বেলা ২ টা নাগাদ হাতকুন্ডলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়,  বিদ্যালয়ের গেটে তালা মারা এমনকি বিদ্যালয়ের শ্রেণীকক্ষগুবিলোও তালাবদ্ধ। এবিষয়ে জানতে চাইলে, এলাকাবাসীরা জানান শিক্ষক শিক্ষিকারা বিয়ের দাওয়াত খেতে গেছেন তাই বিদ্যালয় তালাবদ্ধ। স্থানীয়রা আরো জানান, বিয়ে উপলক্ষে শুধু হাতকুন্ডলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ই বন্ধ না বরঞ্চ ইউনিয়নের সবগুলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ই সকাল সকাল বন্ধ করে দেন শিক্ষক শিক্ষিকারা।
এবিষয়ে জানতে চাইলে হাতকুন্ডলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তহুরা আক্তার জানান, আমাদের একজন শিক্ষকের মেয়ের বিয়ে তাই আমরা বিয়ে  বাড়িতে খেতে এসেছি। শুধু আমরা না কেগাতী ইউনিয়নের অন্যান্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও এসেছেন বলেই তিনি তার ফোনটি আরেকজনকে ধরিয়ে দেন। তখন অপরপ্রান্তে একজন নিজেকে তাইতুল ইসলাম খান বলে পরিচয় দিয়ে বলেন তিনি গাবরাগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তিনিও বিদ্যালয় বন্ধ করে বিয়ের দাওয়াত খেতে গেছেন। পরে তিনি বলেন শিক্ষা অফিসের অনুমতি নিয়েই তারা বিদ্যালয়গুলো বন্ধ করে দেন। কিন্তু শিক্ষা কর্মকর্তারা বলছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয় বন্ধ করে বিয়ের দাওয়াত খেতে যেতে পারেন না, এমনকি নেত্রকোণা শিক্ষা অফিস আপনাদের এমন কোন অনুমতি দেয়নি বলে জানিয়েছেন, এমন প্রশ্নের উত্তরে গাবরাগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেই শিক্ষক  বলেন শিক্ষা কর্মকর্তা এমনি তারা কি আর দায় নেবে?
এব্যাপারে নেত্রকোণা জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আজম জানান, এভাবে বিদ্যালয়গুলো বন্ধ করে বিয়ের দাওয়াত খেতে শিক্ষক শিক্ষিকাদের যাওয়ার কোন নিয়ম নেই। আমরা বিষয়টি খতিয়ে দেখে যথাযথ পদক্ষেপ নিব।