Sharing is caring!

মো: জাফর ইকবাল মৌলভীবাজার:
গাজীপুরের চৌরাস্তার মসজিদ মার্কেটের একটি দোকানে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার নিজস্ব প্রতিবেদক মোঃ আসাদুজ্জামান তুহিন-কে জনসম্মুখে নৃশংস ভাবে কুপিয়ে হত্যার ঘটনা সহ সারা দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ সভা করে মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়ন।
মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়ন (রেজি: মৌল: ০৩৮)।পৌর মার্কেট চত্বর, (কোর্ট রোড, শাহ মোস্তফা সড়কের পয়েন্টে) শনিবার ৯ আগষ্ট দুপুর ১ টা মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: জাফর ইকবালের সভাপতিত্বে ও সৈয়দ ময়নুল ইসলাম রবিনের সঞ্চালনায় এই প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্টিত হয়।
মানববন্ধনে উপস্থিত সাংবাদিকবৃন্দরা তাদের বক্তব্যে বলেন এ বর্বরোচিত হত্যাকাণ্ডে শোক ও তীব্র নিন্দা জানাই।
বক্তারা বলেন, দ্রুত নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং নিহত সাংবাদিকের পরিবারে সর্বোচ্চ ক্ষতিপূরণ দিতে হবে এছাড়া সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত আইন প্রণয়ন ও জাতীয় সুরক্ষা কাঠামো আইন প্রতিষ্ঠা করতে হবে।
বক্তারা আরও বলেন, “সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলেও তাদের নিরাপত্তা নিশ্চিত নয়। দুর্নীতি ও অনিয়মের খবর প্রকাশ করলেই হামলা, মামলা, হুমকি কিংবা হত্যার শিকার হতে হচ্ছে।” তারা গাজীপুরে তুহিন হত্যাকাণ্ডকে সাম্প্রতিকতম উদাহরণ হিসেবে উল্লেখ করে সাগর–রুনি হত্যাসহ দেশের সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বক্তারা বলেন, এসব ঘটনায় বিচার না হলে সারাদেশের সাংবাদিকদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
প্রতিবাদ সভায় ও মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি শেখ মাহমুদুর রহমান, কোষাধক্ষ্য তৌফিক আহমেদ রাজন, মৌলভীবাজার প্রেস ক্লাবের সাধারন সম্পাদক( একাংশ) এডভোকেট নুরুল ইসলাম শেফুল, মতিন বক্স, সৈয়দ মমসাদ আহমদ, দুরুদ আহমেদ, মামুনুর রশীদ তরফদার, জোসেফ আহমদ, জোবায়ের আহমদ, মো: সাইফুল ইসলাম, মনজু বিজয় চৌধুরী, মো: মনিরুজ্জামান, এনামুল হক আলম, এসএম ফজলুর রহমান, জাহাঙ্গির হোসেন, পায়েল আহমেদ, রোয়েল আহমদ, মখলিসুর রহমান সহ সাংবাদিক ইউনিয়নের সকল সদস্য বৃন্দ।