আজ বুধবার, ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

নাগরপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত 

editor
প্রকাশিত আগস্ট ৯, ২০২৫, ০১:০৭ অপরাহ্ণ
নাগরপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত 

Sharing is caring!

এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে এবং গ্রেফতাকৃতদের বিচারের দাবিতে টাংগাইলের নাগরপুরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে নাগরপুর উপজেলা প্রেসক্লাব ।
শনিবার(০৯ আগষ্ট) দুপুরে উপজেলা মোড়ে এ কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সুশীল সমাজের লোকজন অংশ নেয়।
‎ এসময় বক্তারা বলেন,বাংলাদেশে সাংবাদিক হত্যাসহ নানা ভাবে নির্যাতনের শিকার হচ্ছে প্রতিনিয়ত এগুলো বন্ধ করতে হবে। বর্তমান সরকারের সময়ে এভাবে সাংবাদিক হত্যা মেনে নেওয়া যায়না। গাজীপুরে আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ডে গ্রেফতাকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীও জানান ।
এ সময় উপস্থিত ছিলেন,নাগরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. জসিউর রহমান (লুকন), সাধারন সম্পাদক মো. নুরুজ্জামান রানা, সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা শাখার সভাপতি মো. আনোয়ার হোসেন,নাগরপুর প্রেসক্লাবের মধ্যে দৈনিক নয়া দিগন্তের নাগরপুর সংবাদদাতা তারিকুল ইসলাম, দৈনিক সংগ্রামের নাগরপুর সংবাদদাতা ডা.এম এ মান্নান, নাগরপুর উপজেলা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সদস্য মো. হালিম মিয়া,সদস্য মো. শুকুর আলী প্রমুখ।