আজ বুধবার, ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের উদ্যোগে জহুরা উসমান খাঁন দাখিল মাদরাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

editor
প্রকাশিত আগস্ট ৯, ২০২৫, ০১:১৪ অপরাহ্ণ
বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের উদ্যোগে জহুরা উসমান খাঁন দাখিল মাদরাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Sharing is caring!

বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের উদ্যোগে দাখিল উত্তীর্ণ জহুরা উসমান খাঁন দাখিল মাদরাসার ১৫ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠান চ্যারেটি গ্রুপের এডমিন যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্জ্ব আজিজুর রহমানের পক্ষ থেকে এই আয়োজনে মাদরাসার সুপার মাওলানা মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাদরাসার সহকারী শিক্ষক মো. তাহির মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস‍্য ফারুক আহমদ, চ‍্যারিটি সদস‍্য তারেকুল ইসলাম, হারুনুর রশিদ, লাহিন নাহিয়ান।
জহুরা উসমান খাঁন দাখিল মাদরাসার সহকারী শিক্ষক আব্দুল মালিকের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার ম‍্যানেজিং কমিটির সদস্য মানিক মিয়া। সংবর্ধিত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী রিমা আফরিন।
শিক্ষার্থী জুবেল আহমদের পবিত্র কোরআন তিলাওয়াত এবং শিক্ষার্থী রুমান মিয়ার নাতে রাসুল (দ.) পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে এসময় মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা দিদারুল ইসলাম, মাওলানা জৈন উদ্দিন, সৈয়দা জাকিয়া বেগম, মো. নাছির উদ্দিন, শিউলি বেগম, সালমা বেগম, লিজা বেগম, চ‍্যারিটি গ্রুপের সদস্য রুবেল মিয়া, মাহবুব হাসান শিক্ষার্থী ও অভিভাবক’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।