Sharing is caring!

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার :
মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের ২০২৫-২০২৭ মেয়াদের কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) বিকেল ৪টায় দৈনিক বাংলার দিন পত্রিকার কার্যালয়ে সংগঠনের সভাপতি বকসি ইকবাল আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দুরুদ আহমেদের সঞ্চালনায় সভা শুরু হয়।
সভায় সর্বপ্রথম গাজীপুরের নিহত সাংবাদিক, দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান তুহিনের হত্যার তীব্র নিন্দা, প্রতিবাদ এবং তাঁর রূহের মাগফিরাত কামনা করা হয়।
এ সময় নতুন কমিটির পরিচিতি সভার তারিখ নির্ধারণ করা হয়। চলতি মাসের শেষ শনিবার দুপুর ২টায় চৌমোহনা মামার বাড়ি হল রুমে পরিচিতি সভা অনুষ্ঠিত হবে।
পাশাপাশি সংগঠনের সকল সদস্যকে সাংবাদিকতার আধুনিক প্রশিক্ষণের আওতায় আনার সিদ্ধান্ত হয়। প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এইসান বিন মুজাহিদকে প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ কার্যক্রমের দায়িত্ব দেওয়া হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন—সহসভাপতি মোঃ মোক্তাদির হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, প্রচার সম্পাদক বকসি আক্তার উজ্জামান, সহ-সাংস্কৃতিক সম্পাদক মেরাজ আলী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ খালেদুর রহমান চৌধুরী, দপ্তর সম্পাদক বুলবুল খান, প্রকাশনা সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, সদস্য সাজিদ মিয়া, সদস্য মামুনুর রহমান চৌধুরী মসু প্রমুখ।