আজ বুধবার, ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড ও আনোয়ারের ওপর হামলার ঘটনায় সিলেট অনলাইন প্রেসক্লাবের উদ্বেগ প্রকাশ

editor
প্রকাশিত আগস্ট ৯, ২০২৫, ০৬:৪১ অপরাহ্ণ
সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড ও আনোয়ারের ওপর হামলার ঘটনায় সিলেট অনলাইন প্রেসক্লাবের উদ্বেগ প্রকাশ

Sharing is caring!

উৎফল বড়ুয়া, সিলেট
গাজীপুরের চান্দীনা চৌরাস্তায় প্রকাশ্য জনসম্মুখে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও জবাই করে নৃশংসভাবে হত্যারকাণ্ড ঘটনায় এবং সাংবাদিক আনোয়ার হোসেনের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এসব ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সিলেট অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
শনিবার (০৯ আগষ্ট) গণমাধ্যম পাঠানো এক বিবৃতিতে সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক এম.সাইফুর রহমান তালুকদার বলেন, সাংবাদিক সাগর-রুনি দম্পতি থেকে শুরু করে দেশে কোন সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার আমরা আজ পর্যন্ত পাইনি। সন্ত্রাসীদের কোন দল নেই, তাদের কোন দলীয় পরিচয় থাকতে পারেনা, তাদের একটাই পরিচয় তার সন্ত্রাসী।
সাংবাদিকদের হত্যাকাণ্ড ও হামলার ঘটনা স্বাধীন গণমাধ্যমের জন্য মোটেও সুখকর নয়। আমরা অবিলম্বে সাংবাদিক হত্যা নির্যাতন যত ঘটনা ঘটেছে সকল ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠ তদন্ত করে দায়ি সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।