গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর গ্রামের দক্ষিন আফ্রিকা প্রবাসী মকবুল হোসেন আকন্দ (৫৫) সম্প্রতি ছুটিতে দেশে আশার জন্য প্রস্তুতি সম্পন্ন করেন। কিন্তু দেশে ফেরা হলো না প্রবাসীর। প্রবাসেই হাটাৎ হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে এক মাস চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে দক্ষিন আফ্রিকায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি……..রাজিউন। মৃত্যুকালে তিনি পিতা, ১ স্ত্রী, ১ মেয়েসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন।
রবিবার সকালে নানাইয়া উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবস্থানে তার লাশ দাফন সম্পন্ন করা হয়।
তার মৃত্যুতে- বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতি দলের নেতা-কর্মী, জনপ্রতিনিধীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেন।