আজ শুক্রবার, ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বাঘায় ব্র্যাকের অগ্নি প্রকল্পের সার্ভিস ম্যাপিং শেয়ারিং সভা অনুষ্ঠিত

editor
প্রকাশিত ডিসেম্বর ৪, ২০২৪, ০৬:৫৪ অপরাহ্ণ

Sharing is caring!

Manual7 Ad Code
দোয়েল, বাঘা,রাজশাহী, প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় ব্র্যাক সোশ্যাল কমপ্লায়েন্স প্রোগ্রামের উদ্যোগে অগ্নি-এ্যাওয়ারনেস, এ্যাকশন এন্ড এ্যাডভোকেসি ফর জেন্ডার ইক্যুয়াল এ্যান্ড সেইফ স্পেসেস ফর  উইমেন এ্যান্ড গার্লস সার্ভিস ম্যাপিং শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকালে ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার এর সভাপতিত্বে ব্র্যাকের অগ্নি প্রকল্প কর্মকর্তা সাবির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল ফজল মোহাম্মদ হাসান, বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আসাদুজ্জামান আসাদ ব্রাক রোড় সেফ্টি প্রকল্পের তৌহিদুর রহমান প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন, অধ্যক্ষ জহুরুল ইসলাম,কিশোরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন,ব্রাক প্রকল্পের সহকারি প্রকল্প কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ ৫টি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ ২৫ জন। ব্রাক প্রকল্পের সহকারি প্রকল্প কর্মকর্তা নজরুল ইসলাম ও গণমাধ্যম কর্মীগন এতে অংশ নেন।
সভায় সার্ভিস ম্যাপিংর উপর বিস্তারিত আলোচনা করা হয়। উল্লেখ্য, অগ্নি  প্রকল্পটি মূলত রাজশাহীর চারঘাট,বাঘা, পুঠিয়া এলাকার স্থানীয় সরকার, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের জনপ্রতিনিধি ও স্থানীয় সংগঠনকে সম্পৃক্ত করে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা,গনপরিবহন তৈরি, ডিজিটাল প্লাটফরম, স্থানীয় কমিউনিটিতে যৌন হয়রানি ও জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে গনসচেতনতা তৈরি, রিপোটিং ও প্রতিকার আইন সহায়তা ও প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরিতে কাজ করছে।
Manual1 Ad Code
Manual8 Ad Code