Sharing is caring!

তিমির বনিক:
মৌলভীবাজারের কুলাউড়ায় স্টেডিয়াম নির্মাণ ও স্থানীয় ঐতিহ্যবাহী নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ সংস্কারের দাবিতে অবস্থান কর্মসূচি এবং স্মারকলিপি প্রদান করেছেন ক্রীড়ামোদিরা।
বুধবার ২০শে আগস্ট দুপুরের দিকে উপজেলা পরিষদের সামনে আয়োজিত কর্মসূচিতে শত শত ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দের সাথে সংহতি প্রকাশ করে একাত্মতা জানান সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরাও।
পরে দাবি দাওয়া নিয়ে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিনের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
কর্মসূচিতে ক্রীড়া সংগঠক আব্দুল কাইয়ূম মিন্টুর সভাপতিত্বে ও মাসুদ রানার উপস্থাপনায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খাঁন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খাঁন সাহেদ, কুলাউড়া সরকারি কলেজের অবঃ অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, উপজেলা বিএনপি’র আহ্বায়ক রেদওয়ান খান, বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের (কুলাউড়া) সভাপতি, যুক্তরাজ্য প্রবাসী ড. সাইফুল আলম চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল মুন্তাজিম, সাংবাদিক খালেদ পারভেজ বখস, বিএনপি’র নেতা বদরুজ্জামান সজল, শামীম আহমদ চৌধুরী, সুফিয়ান আহমদ, শেখ আলী আজন, সারোয়ার আলম বেলাল, সংগঠক ডা. হেমন্ত চন্দ্র পাল, তোফায়েল আহমদ ডালিম, নুরুল ইসলাম ইমন, আব্দুল মুহিত বাবলু, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, ক্রীড়া পরিচালক মুসা আহমদ সুয়েট, সাবেক ছাত্রনেতা রেজাউল আলম ভূঁইয়া খোকন, ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ সম্পাদক আলমাছ পারভেজ তালুকদার, ক্রীড়া সংগঠক রফি আহমদ তানিম, কাওছার হোসেইন বাবলু, সৈয়দ মোকাম্মেল আলী সাহেদ, কাওছার আহমদ বাপ্পু প্রমূখ।