Sharing is caring!

সালেহ আহমদ (স’লিপক):
মৌলভীবাজারে ইউনিক কেয়ারগিভিং ট্রেনিং ইনস্টিটিউটের ৫ম ব্যচের শিক্ষার্থীদেরকে ফুলেল শুভেচ্ছা সহ বরণ করা হয়েছে।
শনিবার (২৩ আগষ্ট) দুপুর দেড়টায় মৌলভীবাজার শহরের ফরেস্ট অফিস সড়কস্থ সৈয়ারপুর ইনস্টিটিউট ক্যাম্পাস হলরুমে ইউনিক কেয়ারগিভিং ট্রেনিং ইনস্টিটিউটের চেয়ারম্যান মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে দিকনির্দেশনামূলক স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের লেকচারার ডাঃ সুনন্দা চক্রবর্ত্তী।
ইউনিক কেয়ারগিভিং ট্রেনিং ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক মোহাইমিন হোসেন চৌধুরী সুমনের সঞ্চালনা ও পরিচালনায় নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরাম (এমডিজেএফ) এর সহ-দপ্তর সম্পাদক কবি সালেহ আহমদ (স’লিপক), বাংলাদেশ সাংবাদিক সমাজকল্যাণ সমিতি (বিজেএসডব্লিউএ) এর সদস্য রিপন কান্তি ধর রুপক।
অতিথিরা ইউনিক কেয়ারগিভিং ট্রেনিং ইনস্টিটিউটের ৫ম ব্যচের নবীন শিক্ষার্থীদেরকে বরণ করে নেন এবং তাদের উত্তরোত্তর উন্নতি ও সফলতা কামনা করেন। এসময় ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।