Sharing is caring!

এম.এ.মান্নান,নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোটরসাইকেল ও নেতাকর্মী সঙ্গে নিয়ে রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপি’র ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বিএনপি নেতা রবিউল আওয়াল লাভলু।
শনিবার (২৩ আগষ্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত নাগরপুর উপজেলার সহবতপুর ও ভারড়া ইউনিয়নের বিভিন্ন বাজারে এবং ওয়ার্ড পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে টাঙ্গাইল-৬, (নাগরপুর-দেলদুয়ার) আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী রবিউল আওয়াল লাভলু।
মহান আল্লাহর দরবারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর জন্য দোয়া ও সুস্থতা কামনায় সকালে সহবতপুর,বাটরা,ভারড়া সহ বিভিন্ন বাজারের ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতা, আগত জনসাধারণ সহ বিভিন্ন স্তরের জনসাধারণের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বিএনপি নেতা রবিউল আওয়াল লাভলু।
এসময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থীর জন্য ভোট চেয়ে বলেন, দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে সততা ও নিষ্ঠার সাথে সবাইকে রাজনীতি করতে হবে। বিএনপি’র চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্যায় ও দুর্নীতি প্রশ্রয় দেন না। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে, দলীয় ভাবমূর্তি নষ্ট হয় এমন সকল কাজ থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান,তিনি সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, আপনারা বিএনপির সাংবাদিক না হয়ে দেশের সাংবাদিক হন। আমি নিজে অন্যায় করিনা অন্যায়কে প্রশ্রয়ও দেইনা। অন্যায়কারী, দুর্নীতিকারী সে যেই হোক, আপনারা সকল অন্যায় ও দুর্নীতিকে প্রকাশ করুন। সাংবাদিকতা একটি মহৎ পেশা, আপনারা সততার আলোকে সংবাদ প্রচার করুন।
এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি নিয়ামত আলী সুইট,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম মিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি মো. ফারুক আহমেদ খান, বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান ইকবাল কবীর রতন, নাগরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নাজমুল হক স্বাধীন,নাগরপুর উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম দিপন,বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব,সাবেক ভিপি আরিফুল ইসলাম নবা,টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আল মামুন,সহবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্পাদক আলাউদ্দিন আলাল,পিয়াস,সাবেক জিএস নুরুজ্জামান রানা, উপজেলা বিএনপির সদস্য সুরুজ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন টাঙ্গাইল জেলা জিয়া সাইবার ফোর্সের প্রচার সম্পাদক রাসেল খান সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে ভুঁড়ি ভোজের আয়োজন করা হয়।