Sharing is caring!

সালেহ আহমদ (স’লিপক):
মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের কমিটি গঠন নিয়ে চলছে ব্যাপক প্রচারণা। প্রচারণায় এগিয়ে আছেন নেছার তালুকদার ছামি। তার রাজনৈতিক পরিপক্বতা দিয়ে মন জয় করে নিয়েছেন মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থীদের।
২০১৪ সালের অষ্টম শ্রেণি পড়াকালীন সময় থেকে রাজনৈতিক পথচলা শুরু নেছার তালুকদার ছামির।
২০২১ সালে জেলা ছাত্রদলের পূর্নাঙ্গ কমিটিতে শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক নির্বাচিত হোন। তিনি ছাত্রদলকে ভালোবাসতে গিয়ে বির্সজন দিয়েছেন অনেক কিছু। বারবার রাজপথে হামলাও রাজনৈতিক মামলা শিকার হয়েছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন, ব্লাড কালেকশন সংগঠন, সাংস্কৃতিক সংগঠন এর সাথে যুক্ত আছেন তিনি।
কলেজ ছাত্রদলের কর্মীরা জানান, বিগত দিনে যারা রাজপথে, শ্রম, ঘাম, রক্ত ঝড়িয়েছেন, তাদের মধ্যে অন্যতম একজন নেছার তালুকদার ছামি। তিনি সব সময় সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিলেন যে কোন প্রয়োজনে। আমরা তাকে মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হিসাবে দেখতে চাই।
একাধিক সাধারণ শিক্ষার্থী জানান নেছার তালুকদার ছামি অনেক সামাজিক কাজ করেন। আমাদের যে কোন প্রয়োজনের তার সাথে যোগাযোগ করলে তিনি সমাধান করে দেন। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তার নেক হায়াত দান করেন।
নেছার তালুকদার ছামি বলেন, ছাত্রদলকে ভালোবাসে স্কুল জীবন থেকে ছাত্রদলের সাথে আছি। অনেক হামালা মামলা করেও আমাকে আমার লক্ষ্য থেকে কেউ সরাতে পারেনি। আমি সব সময় দলের হয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কাজ করে যেতে চাই। দলের প্রয়োজনে নিজেকে বিলিয়ে দিবো। আমার জন্য সবাই দোয়া করবেন।