আজ রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে নাইট মিনিবার ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

editor
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২৪, ০২:০৮ অপরাহ্ণ

Sharing is caring!


Manual4 Ad Code

রূপক দত্ত চৌধুরী, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ

Manual7 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিজয় দিবস উপলক্ষে প্রাইজমানি নাইট মিনিবার ফুটবল টুর্ণামেন্ট ‘ ২৪ এর শুভ উদ্বোধন হয়েছে।

Manual8 Ad Code

শুক্রবার(৬ই ডিসেম্বর)  মহান বিজয়ের মাস উপলক্ষে শ্রীমঙ্গলের সদর ইউনিয়নের ৫নং পুল সংলগ্ন মাঠে  রাত ৯টায় প্রাইজমানি নাইট মিনিবার ফুটবল টুর্ণামেন্ট ‘২৪ এর শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে শেখ মোঃ শুকুর এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন এলাকার মুরব্বী হাজী আসাদ মিয়া।

Manual7 Ad Code

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,মুরব্বি হাজী সাঈদ মিয়া, ২ ও ৩নং ওয়ার্ড মেম্বার মারুফ মিয়া৩ ও ৪নং ওয়ার্ড মেম্বার মানিক মিয়া, কাকলী ক্রীড়াচক্রের সভাপতি,নাঈম সরফরাজ শ্রীমঙ্গল রেফারী এসোসিয়েসন এর সভাপতি সজল কান্তি দেব। জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের  সাবেক আহব্বায়ক মোঃ সাইফুর রহমান শিপু।

৪০টি টিম টুর্ণামেন্টে অংশগ্রহণ করে। উবোধনী দিনে ২টি টিমের মধ্যকার খেলা দিয়ে শুভ সূচনা করা হয়। টিম দুটি হলো,

Manual1 Ad Code

ভুড়ভুড়িয়া চা বাগান ও শমশের নগর কিংস। অপর খেলা  ভিমসী গ্রামের নয়ন স্পোর্টিং ক্লাব বনাম উত্তর ভাড়াউড়া স্পোর্টিং ক্লাব।

১ম খেলার দ্বিতীয়ার্ধে  শমশেরনগর কিংস এর অধিনায়ক ১০ নম্বর জাসিধারী বিজয় গোল দেন। ১-০গোলে শমশেরনগর জয়লাভ করে।

খেলা পরিচালনার দায়িত্ব পালন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর রেফারী মোঃ সিরাজুল ইসলাম সেলু।

Manual1 Ad Code
Manual6 Ad Code