Sharing is caring!

নিজস্ব প্রতিবেদক হবিগঞ্জঃ
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার বড়গাঁও গ্রামে অবস্থিত শ্রীশ্রী শচীমাতা স্মৃতি তীর্থ আনন্দ ধাম। শ্রীশ্রী শচীমাতা স্মৃতি তীর্থ আনন্দ ধাম কর্তৃক গতকাল ৩১ আগষ্ট রবিবার শ্রী শ্রী রাধাঅষ্টমী ১১ তম বার্ষিকী মহাধুমধামে পালিত হয়েছেয়েছে।
দিনটি উপলক্ষে শ্রীমঙ্গল শহরেের শ্রীশ্রী জগন্নাথ দেবের আখড়া হতে শ্রী শ্রী শচীমাতা ধাম পর্যন্ত প্রায় ২০ কিঃমিঃ পায়ে হেঁটে সংকীর্তন সহযোগে শতশত ভকৃতবৃন্দ সহ নৃত্যকীর্তন করতে থাকেন দীর্ঘ পথ পরিক্রমায় এক বিশাল তীর্থ যাত্রা অনুষ্ঠিত হয়।
দুপুর ১২ টায় সাতগাঁও লছনা দূর্গামন্দিরে ১০৮ লিটার দুধ দিয়ে অভিষেক অনুষ্ঠিত হয় এবং মহাপ্রসাদ দেয়া হয়।রাধাঅষ্টমী উপলক্ষে দেশের সমাজে মঙ্গল কামনায় শ্রীপাদ সর্বেশ্বর গোবিন্দ দাস ব্রক্ষচারী ধামের অধ্যক্ষ ভক্তদের সাথে নিয়ে এক বিশেষ প্রার্থনা করেছেন বলে জানান।
রাধা অষ্টমী একটি গুরুত্বপূর্ণ সনাতনীদের উৎসব, যা শ্রীরাধার জন্মদিন হিসেবে পালিত হয়। এই দিনে, ভক্তরা উপবাস করে এবং রাধা ও কৃষ্ণের পূজা করে। রাধা অষ্টমী সাধারণত ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয়।

শাস্ত্র মতে জানা যায় যে, কৃষ্ণের জন্মদিনের ১৫ দিন পর শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে মথুরায় পবিত্র বাসনায় রাজা বৃষ ভানু এবং তার স্ত্রী কীর্তিদা স্বর্ণ পদ্ম এর উপর রাধা কে পেয়েছিলেন। রাধা অষ্টমীর দিন উপবাস রাখলে এবং রাধিকার আরাধনা করলে জীবনের সুখ শান্তি বজায় থাকে। এই রাধা অষ্টমী পূজোর কিছু নিয়মও রয়েছে। নিষ্ঠা ভরে যদি রাধা অষ্টমীর পূজা করা যায়, তাহলে জীবনের সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়ে যায়।
