আজ মঙ্গলবার, ২রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও’র মতবিনিময়

editor
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ণ
কালীগঞ্জে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও’র মতবিনিময়

Sharing is caring!

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালীগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম।

সোমবার (০১ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল আলম আইয়ুব, সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান, বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন কালীগঞ্জ শাখার সেক্রেটারি রফিক সরকার, সাংবাদিক তৈয়বুর রহমান, ইমতিয়াজ আহমেদ, রাসেল মিয়া, মোহাম্মদ এমরান হোসেন, আবু সালেক বাবু, রানা সরকার সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মত বিনিময়কালে স্থানীয় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন।

ইউএনও এটিএম কামরুল ইসলাম বলেন, কালীগঞ্জের সার্বিক উন্নয়নে প্রশাসন ও গণমাধ্যম একসাথে কাজ করবে। জনগণের সমস্যা সমাধান এবং সেবার মান বাড়াতে সবার সহযোগিতা প্রয়োজন।