আজ মঙ্গলবার, ২রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সবাই নিজেদের দরজা খুলে ঘুমাবেন: খায়রুল হাসান

editor
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২৫, ০৭:০৮ অপরাহ্ণ
সবাই নিজেদের দরজা খুলে ঘুমাবেন: খায়রুল হাসান

module:1facing:0; ?hw-remosaic: 0; ?touch: (0.5520834, 0.5520834); ?modeInfo: ; ?sceneMode: Night; ?cct_value: 0; ?AI_Scene: (-1, -1); ?aec_lux: 0.0; ?hist255: 0.0; ?hist252~255: 0.0; ?hist0~15: 0.0; ?module:1facing:0; hw-remosaic: 0; touch: (0.5520834, 0.5520834); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

Sharing is caring!

তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুরঃ

কালীগঞ্জ বাসীর জন্য নিরাপদ একটি সেফটি জুন উপহার দিব। সবাই নিজেদের দরজা খুলে ঘুমাবেন। কোন লোক বিরক্ত করার থাকবে না। আমরা সকল প্রকার চাঁদাবাজ দূনীতি ও মাকদ মুক্ত একটি সমাজ উপহার দিব। জামায়াতে ইসলামের নেতা-কর্মীরা কোন ধরনের চাঁদা আদায় ও জমি দখল করেন না। আমরা ক্ষমতায় আসলে প্রতিটি মানুষের অধিকার ফিরিয়ে দিব। আপনাদেরও একটি সমাজ  আছে। প্রতিদিন আপনাদের গাড়িতে অনেক যাত্রী উঠে। আপনারা সত্যের পক্ষে ন্যায় ইনসাফের পক্ষে কথা বলবেন আমি আশা করি। আপনাদের মাধ্যমে সকল ঘরে ঘরে আমাদের বার্তা পৌছে যাবে।

নির্বাচনকে সামনে রেখে অনেক কালো টাকার প্রভাব বিস্তার করবে অনেকের হাতে তুলে দিবে কালো টাকা। পরে যদি ওই দল বিজয়ী হলে পাঁচ বছরে তারা কয়েক গুনি বাড়িয়ে নিবেন। ভোটের রাজনীতিতে আপনাদের খেয়াল রাখতে হবে। যারা টাকা দিয়ে ভোট কিনেন বিজয়ী হবেন। তারা পরে কিন্তু আপনাদের সাথে জুলুম করে ওই টাকা তুলে নিবেন। আমরা আগামীর কালীগঞ্জকে ইনসাফের কালীগঞ্জ হিসাবে গড়ে তুলবো।

সোমবার (১লা সেপ্টেম্বর) বিকেলে জাংগালিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত সিএনজি ও অটোরিক্সা ড্রাইভারদের সাথে মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মসজিলে সূরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমির মোঃ খায়রুল হাসান প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় ইউনিয়নে জামায়েতের আমির জাকির হোসেন দর্জির সভাপত্বি ও সাধারণ সম্পাদক আঃ আউয়াল  ভুইয়ার ও যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন-কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওঃ আফতাবউদ্দিন, গাজীপুর জজ কোর্টের এপিপি এ্যাড. লুৎফর রহমান প্রধান, ইউনিয়ন জামায়াতের সাবেক আমির এস.এম. সেলিম, প্রফেসর সোলাইমান ভুইয়া, মাওঃ আব্দুল কাইয়ুম মাদানী, মাওঃ নজরুল ইসলাম, ফাইজুল্লাহ খান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন- ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আলী আকবর ভুইয়া, ৮ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল ছাত্তার, ৫ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওঃ সোলাইমান,  ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি কাউছার শেখ প্রমুখ।