আজ মঙ্গলবার, ২রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা 

editor
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২৫, ০৭:১১ অপরাহ্ণ
নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা 

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 32;

Sharing is caring!

আসাদুজ্জামান তালুকদার:
নেত্রকোণায় নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামানের সঙ্গে জেলার কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন : স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম সরদার, নেত্রকোণা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, সাবেক জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, দৈনিক জননেত্রের সম্পাদক ও সাবেক জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুখলেসুর রহমান খান, সাংবাদিক খলিলুর রহমান শেখ ইকবাল (সমকাল), দিলওয়ার খান দৈনিক সংগ্রাম।
সাংবাদিক পল্লব চক্রবর্তী দৈনিক প্রথম আলো, তথ্যপ্রযুক্তিবিদ ও সাংবাদিক আসাদুজ্জামান তালুকদার,  সাংবাদিক আলপনা বেগম সময় টিভি,সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন, ভজন দাস এনটিভি,সাংবাদিক চন্দন চক্রবর্তী যায়যায়দিন , সাংবাদিক একেএম আব্দুল্লাহ ইনকিলাব সাংবাদিক সাখাওয়াত হোসেন, সাংবাদিক আলামিন, সাংবাদিক খান সোহেল, সাংবাদিক হাবিবুর রহমান রতন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন, নেত্রকোণা আমার প্রশাসন ক্যাডারের প্রথম কর্মস্থল হওয়ার কারণে এ জেলার সঙ্গে পূর্ব থেকেই খানিকটা পরিচিতি রয়েছে। জেলার সার্বিক উন্নয়নে আমি সাংবাদিক সমাজের সহযোগিতা প্রত্যাশা করি।