Sharing is caring!

এ কে অলক, মৌলভীবাজার,
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের কামারগাঁও গ্রামে রুলি বেগমের পুকুর থেকে মাছ লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে রবিবার (৭ সেপ্টেম্বর) ভোর রাতে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে কামাল মিয়া (৩৫) পরিবারের সদস্যদের নিয়ে গভীর রাতে পুকুরের চারপাশে দেওয়া নেটজাল উপড়ে ফেলে বিপুল পরিমাণ মাছ তুলে নেয়। পরে স্থানীয় বাজারে প্রায় ৫০ হাজার টাকার মাছ বিক্রি করেন বলে অভিযোগ রয়েছে। এতে রুলি বেগম প্রায় দেড় লাখ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
ভুক্তভোগী রুলি বেগম জানান, বহু কষ্টে ধার-দেনা করে তিনি পুকুরে মাছ চাষ করেছিলেন। মাছ বিক্রি করে সংসারের খরচ চালানো ও দেনা শোধ করার আশা ছিল। কিন্তু মাছ লুটপাটের ঘটনায় তিনি সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়েছেন।
এ বিষয়ে স্থানীয়রা জানান, এলাকায় এর আগে কখনো এ ধরনের মাছ চুরি বা লুটের ঘটনা ঘটেনি। তবে এবার কামাল মিয়া ও তাঁর পরিবারের লোকজন এমন ঘটনা ঘটানো সত্যিই দুঃখজনক। তাদের মতে, রুলি বেগমের ক্ষতির পরিমাণ তুলনামূলকভাবে অনেক বেশি হয়েছে।
ভুক্তভোগী প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ইতিমধ্যে তিনি শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।