Sharing is caring!

তাপস দাশ:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি কলেজে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রমকে সহজ করতে চালু হলো ‘ভর্তি সহায়তা হেল্প ডেস্ক’।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) জেলা কমিটির উদ্যোগে এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
এদিন দায়িত্বে ছিলেন জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব ইশিকা ইশা ও দেলোয়ার হোসেন পারভেজ, সংগঠক তারেকুল ইসলাম এবং সহ-মুখপাত্র অজান্তা মিম। সহায়তায় ছিলেন স্থানীয় শিক্ষার্থীরা—আরিফ বক্স, আবেদা আক্তার, তাহারাত রহমান, আশরাফ আলি ইমন, মাফি চৌধুরি ও পনিক আহমেদ প্রমুখ। যদিও শ্রীমঙ্গলে এখনও পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়নি, তবুও শিক্ষার্থীদের আন্তরিক অংশগ্রহণে দিনভর কার্যক্রম প্রাণবন্ত হয়ে ওঠে।
জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব ইশিকা ইশা জানান, “আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত কলেজ ক্যাম্পাসে প্রতিদিন হেল্প ডেস্ক চালু থাকবে। ভর্তি হতে আসা শিক্ষার্থীরা এখান থেকে ভর্তির নিয়ম, তথ্য ও প্রয়োজনীয় পরামর্শ পাবেন।”
তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য—কোনো শিক্ষার্থী যেন ভর্তি প্রক্রিয়ায় বিভ্রান্ত না হয়।”
এর আগে গত ৭ সেপ্টেম্বর মৌলভীবাজার সরকারি কলেজ ও জুড়ি উপজেলার তৈয়েবুন্নেছা খানম সরকারি কলেজে একই ধরনের হেল্প ডেস্ক বসানো হয়। মৌলভীবাজার সরকারি কলেজের ডেস্কে উপস্থিত ছিলেন আহ্বায়ক ফাহিম আহমেদ জনি, সদস্য সচিব জাবেদ রহমান, মুখপাত্র রাজমিন আক্তার, যুগ্ম আহ্বায়ক আফসার খান, যুগ্ম সদস্য সচিব শাহিদুর রহমান শাওন ও আল আমিন সাইফ, সদস্য মাহি আহমদ মাহবুব, সংগঠক ফখরুল ইসলাম এবং সিনিয়র সংগঠক রাজ মুস্তাকিন।
জুড়িতে ডেস্কের দায়িত্বে ছিলেন সংগঠক আবু সুফিয়ান। তার সঙ্গে ছিলেন জুড়ি উপজেলার শিক্ষার্থী ও নেতৃবৃন্দ।
একযোগে তিন কলেজে এই আয়োজন শিক্ষার্থীদের ভর্তিতে স্বস্তি ও আশ্বাস তৈরি করেছে বলে জানিয়েছেন অনেক অভিভাবক ও শিক্ষার্থী।