আজ শনিবার, ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

জুড়ীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন

editor
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০২৪, ০৭:১৩ অপরাহ্ণ

Sharing is caring!

Manual7 Ad Code
সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকেঃ
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এই স্লোগানে মৌলভীবাজারের জুড়ীতে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৪।
দিবসটি পালন উপলক্ষে সোমবার (০৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলনের করা হয়। পরে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জুড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর। সভায় বক্তব্য রাখেন জুড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি সানজিদা আক্তার, জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মো. তাজুল ইসলাম (তারা মিয়া স্যার), জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. মুরশেদুল আলম ভূঁইয়া, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, তৈবুন্নেছা খানম সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ আহমেদ, উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মো. লিয়াকত আলী, আব্দুল কাইয়ুম, জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ মন্টু, জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যতম সদস্য ও জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, জুড়ী প্রেসক্লাবের সদস্য হারিস মোহাম্মদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন ভূঁইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তপন চন্দ্র সূত্রধর, উপজেলা আনসার বিডিবি কর্মকর্তা মোঃ আব্দুর রহমান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শামীমুল হক, কামিনীগঞ্জ বাজার কমিটির সভাপতি কামাল উদ্দিন, শিক্ষিকা আম্বিয়া বেগম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তারেক মিয়া, আফজাল হোসেন, শহিদুল ইসলাম হৃদয়, লুৎফুর রহমান, এনজিও সিএনআরএস প্রতিনিধি আনোয়ারুল ইসলাম, সানাবিল ফাউন্ডেশনের সুপারভাইজার মিস মিলি সহ সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন,  দুর্নীতিমুক্ত উন্নত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমাদের মধ্যে রয়েছে, দুর্নীতিমুক্ত সমাজ, নাগরিক, অর্থনীতি ও সরকার এগুলোর সমন্বয় ঘটাতে পারলে সে স্বপ্ন বাস্তবে পরিণত হবে। দুর্নীতি কিন্তু এককভাবে নিয়ন্ত্রন করা সম্ভব নয়। সবাইকে নিজ নিজ জায়গা থেকে পদক্ষেপ নিয়ে এগিয়ে যেতে হবে। আমরা যদি আমাদের নায্য অধিকারের বিষয়ে সচেতন হই, তাহলে এ দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে।
বক্তারা আরো বলেন, দুর্নীতি এখন সমাজের ক্যান্সার হয়ে দাঁড়িয়েছে। সাধারন মানুষ যাতে ক্ষতিগ্রস্থ না হয়, তাই সকলকে দুর্নীতি প্রতিরোধে এগিয়ে আসতে হবে।
Manual1 Ad Code
Manual3 Ad Code