ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
দেশ ও সমাজে শান্তি-শৃঙ্খলা এবং সমৃদ্ধির লক্ষে চট্টগ্রামের লোহাগাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামির দাওয়াতি অভিযান ও প্রচারপত্র বিতরণ সম্পন্ন হয়।
বৃহষ্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বটতলী মোটর ষ্টেশনে ব্যবসায়ি ও পথচারিদের মাঝে এ দাওয়াতি অভিযান ও প্রচারপত্র বিতরণ করা হয় লোহাগাড়া ইউনিয়ন সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান এর নেতৃত্বে।
এসময় আরও উপস্থিত ছিলেন, লোহাগাড়া উপজেলার বায়তুল মাল সম্পাদক জহির মুহাম্মদ শামসুদ্দিন, লোহাগাড়া উপজেলা অর্থ ও প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক জহির মুহাম্মদ শামসুদ্দিন, লোহাগাড়া ইউনিয়ন আমির মৌলানা মহিউদ্দিন, নায়েবে আমির মৌলানা হেলাল উদ্দীন, ১নং ওয়ার্ড সভাপতি মুহাম্মদ ইলিয়াস, ২নং ওয়ার্ড সভাপতি মুহাম্মদ এরশাদ, ৩নং ওয়ার্ড সভাপতি আমির হোসেন, ৩নং ওয়ার্ড তত্ত্বাবধায়ক মুহাম্মদ ফারুক প্রমুখ।
দাওয়াতি অভিযান ও প্রচারপত্র বিতরণকালে লোহাগাড়া ইউনিয়ন সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান বলেন, দেশ ও সমাজে শান্তি-শৃঙ্খলা এবং সমৃদ্ধির লক্ষে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে বাংলাদেশ জামায়াতে ইসলামির বিকল্প নেই। মনে রাখতে হতে আপনার ভোট ইসলামের একটি বড় আমানত। তাই আপনার ভোটটি যেন ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার পক্ষে হয়।