Sharing is caring!

তাপস দাশ, শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রাধানগরস্থ এস কে ডি আমার বাড়ি রিসোর্টে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় পর্যটন কল্যাণ পরিষদ, রাধানগর, শ্রীমঙ্গলের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুমকুম হাবিবা এবং সঞ্চালনা করেন তাপস দাশ। এতে রাধানগর এলাকার হোটেল, রিসোর্ট, কটেজ ও রেস্টুরেন্ট মালিকসহ স্থানীয় পর্যটন উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
সভায় পরিষদের গঠনতন্ত্র উপস্থাপন ও আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে একটি সাব-কমিটি ঘোষণা করা হয় এবং তার ভিত্তিতে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন কুমকুম হাবিবা। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তানভীর লিংকল ও তাপস দাশ। সাধারণ সম্পাদক হয়েছেন তারেকুর রহমান পাপ্পু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজাহান মিয়া এবং সাংগঠনিক সম্পাদক রাসেল আলম।
অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন পংকজ ভট্টাচার্য, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সামশুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক জাহানারা আক্তার, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আসিফ সাজিল, দপ্তর সম্পাদক মাহাবুব রায়হান, প্রচার সম্পাদক ছোটন হক এবং ত্রাণ ও দুর্যোগ সম্পাদক আমীর হোসেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন শাহীন কামাল ও আবু সাঈদ।
সভায় উপস্থিত উদ্যোক্তারা বলেন, শ্রীমঙ্গলের দ্রুত বিকাশমান পর্যটন শিল্পকে টেকসই ও পরিবেশবান্ধব করতে সমন্বিত পদক্ষেপ জরুরি। এজন্য সম্মিলিত উদ্যোগে স্থানীয় পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করার পরিকল্পনা গৃহীত হয়।