Sharing is caring!
লায়ন উজ্জল কান্তি বড়ুয়া,
লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪ বাংলাদেশের উদ্যোগে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে বুধবার, (১৫ অক্টোবর) র্যালি, দিবসটির তাৎপর্য ও সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নগরীর এম ই এস কলেজ মোড় হতে বেলুন উড়িয়ে র্যালি উদ্বোধন করেন লায়ন্স জেলা গভর্নর মোসলেহউদ্দিন আহমেদ অপু পিএমজেএফ। ১ম. ভিডিজি লায়ন মো. কামরুজ্জামান লিটন এমজেএফ, পিডিজি লায়ন এম. এ মালেক এমজেএফ, পিডিজি আল্ সাদাত দোভাস পিএমজেএফ এবং দৃষ্টি প্রতিবন্ধীসহ লায়ন নেতৃবৃন্দের অংশগ্রহণে র্যালিটি জাকির হোসেন রোড প্রদক্ষিণ করে চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনে এসে শেষ হয়।
র্যালি শেষে লায়ন্স ফাউন্ডেশনের হালিমা-রোকেয়া হলে দিবসটির তাৎপর্য প্রচার ও সচেতনতার লক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু পিএমজেএফ। আলোচনায় অংশ নেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন এমজেএফ, কেবিনেট সেক্রেটারি লায়ন মো. আবু মোরশেদ, কেবিনেট ট্রেজারার লায়ন গাজী মোহাম্মদ শহীদুল্লাহ এমজেএফ, লায়ন মোরশেদুল হক চৌধুরী, লায়ন নিশাত ইমরান, লায়ন আফরোজা বেগম, লায়ন হুমায়ুন কবির, এড. নুর জাহান। সাব কমিটির মেম্বার সেক্রেটারী লায়ন মো. আশেকুল আলম আশিক এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাব কমিটির চেয়ারম্যান লায়ন মো. আব্দুল মান্নান এমজেএফ।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন লায়ন মো. জামাল উদ্দিন ও লায়ন্সের আনুগত্যের শপথ পাঠ করান লায়ন কবিতা রাণী শর্মা।
বক্তারা বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সচেতনতা ও সহমর্মিতা বাড়ানো এবং সবার জন্য নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক চলাচলের পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান। এছাড়া সভায় লায়ন্স জেলার পক্ষ থেকে উপস্থিত দৃষ্টিপ্রতিবন্ধীদের আর্থিক সহায়তা, সাদা ছড়ি ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।
বার্তা প্রেরক – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া, সেক্রেটারী
লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট।