Sharing is caring!
উজ্জল কান্তি বড়ুয়া:
আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের সহযোগী সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট শুক্রবার (২৪ অক্টোবর) চট্টগ্রাম বন্দর নগরীর ঈদগাঁ রাওদাহ্ একাডেমি প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা গভর্নর এডভাইজার লায়ন আলাউদ্দিন আহমেদ চৌধুরী।
ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ নুরুল আকবর কাজলের সভাপতিত্বে সেক্রেটারী লায়ন উজ্জল কান্তি বড়ুয়ার সঞ্চলনায় স্বাগত ভাষন প্রদান করেন রাওদাহ্ একাডেমির চেয়ারম্যান শেখ এম হাছিবুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কনসার্ন রিজিওন চেয়ারপারসন লায়ন মোহম্মদ জিল্লুর রহমান এমজেএফ, রিজিওন চেয়ারপারসন লায়ন মোহম্মদ মুছা এমজেএফ, জোন চেয়ারপারসন লায়ন লোকপ্রিয় বড়ুয়া, লায়ন হাবিবুর রহমান, লায়ন কামাল হোসেন। ধন্যবাদ জ্ঞাপন করেন আয়োজক লায়ন জিয়া উদ্দিন চৌধুরী। আরো উপস্থিত ছিলেন, ফজলুল করিম দাউদ, মওলানা হোসাইন মোহাম্মদ সরোয়ার, মো. সরোয়ার আলম আলভি, লিও জেলা কোষাধ্যক্ষ লিও হোসেন মো. ইমরান নিকসন, জিএসটি দেলোয়ার হোসেন, লিও আজমাইন সাদমান, ক্লাব সভাপতি লিও মিরাজ উদ্দিন, লিও আরিফ চৌধুরী, লিও আরমান হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে শতাধিক বনজ, ফলদ ও ফুল গাছের চারা রোপণ এবং দুই শত দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।।