আজ রবিবার, ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলের নাগরপুরে গয়হাটা ইউনিয়ন যুব জামায়াতের সমাবেশ ও সেটআপ  অনুষ্ঠিত

editor
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ণ
টাঙ্গাইলের নাগরপুরে গয়হাটা ইউনিয়ন যুব জামায়াতের সমাবেশ ও সেটআপ  অনুষ্ঠিত

Sharing is caring!

Manual2 Ad Code
নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব সংগঠন যুব জামায়াতের উদ্যোগে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নে এক যুব সমাবেশ ও সেটআপ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) বাদ মাগরিব গয়হাটা পূর্বপাড়া এলাকায় অত্র ইউনিয়নের যুব জামায়াতের সভাপতি মো. সাহেদ আলীর সভাপতিত্বে এবং ইউনিয়ন যুব জামায়াতের সেক্রেটারি মো. হাফিজুর রহমানের সঞ্চালনায় এ সমাবেশ ও সেটআপ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা গোলাম রব্বানী।সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও উপজেলা যুব জামায়াতের সভাপতি ডা. এম. এ. মান্নান।
এ সময় আরও বক্তব্য দেন গয়হাটা ইউনিয়ন জামায়াতের সভাপতি অধ্যাপক আজিজুর রহমান, উপজেলা যুব জামায়াতের সাংগঠনিক সম্পাদক মো. কোরবান আলী, অফিস ও মিডিয়া সম্পাদক মো. আব্দুস সবুর, নাগরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. ইমরান হোসাইন, বেকড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা ছামিনুর ইসলাম, সহ-সেক্রেটারি মাওলানা নূরুল আলম, গয়হাটা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. জাকির মিয়া এবং বাইতুল মাল সম্পাদক মো. আনিসুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের যুব সমাজ আজ নানা চ্যালেঞ্জের সম্মুখীন। এ অবস্থা থেকে উত্তরণের জন্য আদর্শিক ও নৈতিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। তারা যুব সমাজকে ইসলামী আদর্শে উজ্জীবিত হয়ে চারিত্রিক উৎকর্ষতা ও সমাজসেবায় আত্মনিয়োগের আহ্বান জানান।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. মাইন উদ্দিন, গয়হাটা ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মাওলানা মনিরুজ্জামান, সহবতপুর ইউনিয়ন যুব জামায়াতের সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম, মামুদনগর ইউনিয়ন যুব জামায়াতের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হালিমসহ গয়হাটা ইউনিয়ন যুব জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
উল্লেখ্য, আলোচনা পর্ব শেষে গয়হাটা ইউনিয়ন যুব জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি এবং ইউনিয়নের ০৭টি ওয়ার্ড যুব জামায়াতের আংশিক কমিটি ঘোষণা করেন উপজেলা যুব জামায়াতের সভাপতি ডা. এম. এ. মান্নান।এরপর দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।
Manual1 Ad Code
Manual2 Ad Code