Sharing is caring!
এম.এ.মান্নান, নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী ডা. এ. কে. এম. আব্দুল হামিদের পক্ষ থেকে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ঐতিহ্যবাহী জাঙ্গালিয়া নবতারা ক্লাবে খেলার সামগ্রী উপহার প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) বিকালে ক্লাব প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা যুব জামায়াতের ক্রীড়া সম্পাদক ও ডা. এ. কে. এম. আব্দুল হামিদের কনিষ্ঠ পুত্র ব্যারিস্টার হাসনাত জামিল। তিনি নবতারা ক্লাবের সদস্যদের হাতে ক্যারাম বোর্ড ও ফুটবল উপহার হিসেবে তুলে দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টু খান উপজেলা কর্মপরিষদ সদস্য, দেলদুয়ার সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী টিটু খান,হাবিবুর রহমান হাবিব,সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, দেলদুয়ার উপজেলা শাখা এবং শেখ মুসাফির সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, দেলদুয়ার শাখা।মির্জা আশরাফুল বারী দীপ্ত,সভাপতি, দেলদুয়ার সদর ইউনিয়ন যুব বিভাগ, মমিন ৪নং ওয়ার্ড সেক্রেটারি, যুব বিভাগ।
নবতারা ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাদিকুর রহমান সাদিক কার্যকরী সভাপতি, তুষার খান সহ-সভাপতি সহ ক্লাবের অন্যান্য কেবিনেট সদস্যবৃন্দ।
প্রধান অতিথি ব্যারিস্টার হাসনাত জামিল বলেন,খেলাধুলা তরুণদের চরিত্র গঠন, শৃঙ্খলা ও নেতৃত্বের চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমার বাবা ডা. এ. কে. এম. আব্দুল হামিদ সবসময় চান যুব সমাজ ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকুক। সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি বৃন্দরা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অনৈতিক কার্যকলাপ থেকে দূরে রাখে। এটি শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে এবং সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে আদর্শ, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব
অনুষ্ঠানের শেষে ডা. একেএম আব্দুল হামিদের পক্ষ থেকে প্রদত্ত খেলার উপহার সামগ্রী নবতারা ক্লাবের কর্মকর্তাদের হাতে তুলে দেন তার ছোট পুত্র ব্যারিস্টার হাসনাত জামিল।