আজ বুধবার, ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বিদ্যালয়ে অবকাঠামো উন্নয়নের পূর্বে শিক্ষার মানোন্নয়ন জরুরীঃ লোহাগাড়ার ইউএনও

editor
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২৫, ০৭:০২ অপরাহ্ণ
বিদ্যালয়ে অবকাঠামো উন্নয়নের পূর্বে শিক্ষার মানোন্নয়ন জরুরীঃ লোহাগাড়ার ইউএনও

Sharing is caring!

Manual6 Ad Code
ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনকালে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্দেশ্যে বলেন বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে ভাল কথা, কিন্তু শিক্ষার মান অনেকটা পিছিয়ে রয়েছে। শিক্ষার মানোন্নয় করার আগে জরুরী।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান চরম্বা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন, বার্ষিক পুরুস্কার বিতরণ অনুষ্ঠান ও বিদায়ী শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কড়া বার্তা দেন।
এসময় তিনি আরও বলেন, ছাত্র-ছাত্রীরা যাতে বিদ্যালয়ে মোবাইল আনতে না পারে এবং শিক্ষকরাও শ্রেণীকক্ষে মোবাইল ব্যবহার করতে না পারে আগামী কয়েকদিনের মধ্যে বিদ্যালয়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে চিঠি ইস্যু করবেন।
ইউএনও মোঃ সাইফুল ইসলাম আরো বলেন, অনেক শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামোগত উন্নয়নে এগিয়ে থাকলে শিক্ষার মানোন্নয়নে অনেক পিছিয়ে রয়েছে। আমরা সবাই ভাল মানুষ হতে চাই। বাল্যবিবাহ বন্ধে সবাইকে সচেতন হতে হবে।
এক্ষেত্রে অভিভাবকদের খুব বেশি সচেতন হতে হবে। আপনার মেয়েকে ভালভাবে মানুষ হিসেবে গড়ে তু্লতে হবে। বাবা মায়ের দায়িত্ব নিয়ে বাড়ি থেকে সন্তানদের স্কুলে পাঠায়, শিক্ষকদের দায়িত্ব ভাল মানের পাঠদান করা। ভবিষ্যত প্রজন্মকে অনেক ভাল হতে হবে। সুন্দর বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মরা অনেক ভূমিকা রাখবে। শিক্ষার মানোন্নয়নে আগামীতে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।
চরম্বা উচ্চ বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম লিটনের সভাপতিত্বে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রমজান আলী ও সহকারি শিক্ষক নুরুল আজমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জাকের আহমদ, বর্তমান প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মোহাম্মদ হোসেন,উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিক উদ্দিন, সহকারি প্রধান শিক্ষক রিটন বিশ্বাস, চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ন সমন্বয়নকারি, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জুবাইরুল ইসলাম, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, সেক্রেটারি শাহজাদা মিনহাজ, প্রবীণ শিক্ষাবিদ আহমদ, সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম প্রকাশ নুরু মেম্বার।
অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে উপজেলা শ্রমিকদলের সেক্রেটারি ইসহাক কোম্পানী, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ শাহজাহান, বিশ্বনাথ দে,রুহুল আমিন, বদিউল আলম, চরম্বা মাইজবিলা অলি আহমদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নাজিম উদ্দিন নজির মেম্বার, মৌলানা আবু তাহের,মাস্টার আবদুস সালামসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীরা ও বিদ্যালয়ের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শেষে বিদ্যালয়ের ভবন উদ্বোধন, বিদ্যায়ের সাবেক শিক্ষকদের সংবর্ধনা, সাবেক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার তুলে দেন উপস্থিত সকল অতিথিবৃন্দরা।
Manual1 Ad Code
Manual5 Ad Code