Sharing is caring!
তাপস দাশ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয় আজ সকাল থেকে পরিণত হয়েছিল উৎসবের রঙিন মিলনমেলায়। জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে দিনব্যাপী অভিভাবক দিবস, বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী পর্বের আনুষ্ঠানিক সূচনা হয়।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) অনুষ্ঠান উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার সংগীতা গমেজ আরএনডিএম। সঞ্চালনায় ছিলেন শিক্ষার্থী অন্বেষা রায় ও নাইমুল ইসলাম সিয়াম। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নবম শ্রেণির শিক্ষার্থী অন্বেষা রায়ের মাতা চন্দনা রায়।
পরে একে একে মঞ্চে উঠে আসে শিক্ষার্থীদের পরিবেশনা। দলীয় গান, নৃত্য, নাটকসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। শিশু থেকে সিনিয়র—সকল শ্রেণির শিক্ষার্থীই অংশ নেয় দিনের আকর্ষণীয় পরিবেশনাগুলোতে।
সাংস্কৃতিক পর্ব শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক সিস্টার সংগীতা গমেজ আরএনডিএম-এর সভাপতিত্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেন্ট মার্থাস কিণ্ডারগার্টেনের প্রধান শিক্ষক সিস্টার সুপ্রীতি বিবিয়ানা কস্তা আরএনডিএম।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিস্টার বিবিয়ানা পাথাং আরএনডিএম ও অভিভাবক প্রতিনিধি জনক দেববর্মা।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল শিক্ষার্থীদের আনন্দ, অর্জন ও সৃজনশীলতার উজ্জ্বল প্রকাশ।