আজ শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ জামায়াতে ইসলামী জোট গঠন করবে না,দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তির সাথে সমঝোতা গড়বে:ডা.শফিকুর রহমান

editor
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ণ
বাংলাদেশ জামায়াতে ইসলামী জোট গঠন করবে না,দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তির সাথে সমঝোতা গড়বে:ডা.শফিকুর রহমান

Sharing is caring!

Manual1 Ad Code
উৎফল বড়ুয়া, সিলেট:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো জোট গঠন করবে না, দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তির সাথে সমঝোতা গড়বে:বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (৫ নভেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
ডা. শফিকুর রহমান বলেন, “আমরা সবাইকে নিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন সম্পন্ন করব। যদি নির্বাচন না হয়, তা হলে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।”
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “আমরা কোনো জোট করার সিদ্ধান্ত নেইনি, এবং নির্বাচনের সময়ও জোট গঠন করব না। আগামী নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের জন্য সুযোগ নেই।”
সম্প্রতি নিজের বিদেশ সফর নিয়ে তিনি জানান, প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে।
তিনি বলেন, “প্রবাসীরা তাদের উষ্ণতা ও ভালোবাসা নিয়ে এগিয়ে এসেছেন।
তাদের ভালোবাসা আমাকে গভীরভাবে ছুঁয়েছে। তারা জাতি বিনির্মাণে অবদান রাখতে চান, শুধু সামান্য সম্মান প্রত্যাশা করেন। আমরা এখনও তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনে সম্পূর্ণ সক্ষম হইনি।”
উল্লেখ্য, তৃতীয়বারের মতো দলের সর্বোচ্চ পদে নির্বাচিত হওয়া ডা. শফিকুর রহমান বুধবার প্রথমবারের মতো সিলেটে পৌঁছেছেন। সিলেটে পৌঁছে তিনি জেলা ও মহানগর জামায়াত আয়োজিত পৃথক সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন।
Manual1 Ad Code
Manual3 Ad Code