মৌলভীবাজার–৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব বৃহস্পতিবার স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। শ্রীমঙ্গলের গুহ রোডের একটি রেস্টুরেন্টে উপজেলা জামায়াতের আয়োজনে এই অনুষ্ঠান হয়।
এডভোকেট আব্দুর রব বলেন, ক্ষমতায় গেলে দলটি ইনসাফ ও অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করতে চায়। তাঁর দাবি, রাজনীতিতে তাদের মূল অবস্থান হলো ঐক্য গড়া এবং উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া। তিনি বলেন, “যাকে মানুষ প্রতিনিধি হিসেবে বেছে নেবেন, সবাইকে নিয়েই শ্রীমঙ্গল–কমলগঞ্জের উন্নয়ন করতে চাই।”
স্থানীয় পর্যটন, কৃষি ও অবকাঠামো খাতের অপ্রয়োগযোগ্য সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, দীর্ঘদিনেও এসব ক্ষেত্র পরিকল্পিতভাবে কাজে লাগানো হয়নি। দুই উপজেলায় রাস্তা–ঘাটের দুরবস্থা, কৃষিভিত্তিক অর্থনীতির অব্যবহার ও প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবস্থাপনা—সবকিছুতেই নতুন করে উদ্যোগ নিলে পরিবর্তন আনা সম্ভব।
দুর্নীতি ও স্বজনপ্রীতি প্রসঙ্গে তিনি বলেন, দক্ষ ও সৎ নেতৃত্ব ছাড়া দেশ এগোতে পারে না। তিনি ধর্মীয় সম্প্রীতির উদাহরণ টেনে বলেন, সংখ্যালঘু–সংখ্যাগুরু সবাই মিলিয়েই বাংলাদেশ এবং এ বন্ধনকে শক্ত রাখা জরুরি।
জুলাই আন্দোলন ও জুলাই সনদের আইনগত স্বীকৃতির দাবিও তিনি সভায় তুলে ধরেন। পাশাপাশি নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন আয়োজন এবং গণহত্যার অভিযোগগুলোর বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপজেলা জামায়াতের নেতারা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।