Sharing is caring!
উৎফল বড়ুয়া, সিলেট
লন্ডনে কমিউনিটি অ্যাওয়ার্ড ও কুইন্স অ্যাওয়ার্ডসহ একাধিক সম্মাননায় ভূষিত গোল্ডেন ড্রিম ইউকে ও সোনালী স্বপ্ন বাংলাদেশ-এর চেয়ারপার্সন কামরুন্নেছা খানম শোভা মতিন স্বদেশে ফিরেছেন।
তাঁর দেশে আগমন উপলক্ষে শনিবার ১৫ নভেম্বর সকাল ১২ ঘটিকায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা প্রদান করেন সিলেটের বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
সংবর্ধনায় অংশ নেন- সিলেট রক্তের অনুসন্ধানে আমরা, গোল্ডেন ড্রিম ইউকে, সোনালী স্বপ্ন বাংলাদেশ, নারী সংস্থা, জুম্মন লুসাই স্পোর্টস একাডেমি প্রমিলা ফুটবল দল সহ একাধিক সংগঠনের প্রতিনিধি। এছাড়াও উপস্থিত ছিলেন সিলেটের উদ্যোক্তা, তরুণ-তরুণী ও বিভিন্ন পেশার মানুষ।
সংবর্ধনায় কামরুন্নেছা খানম শোভা মতিন বলেন, দেশের তরুণ সমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে তিনি এবার দেশে এসেছেন। বেকারত্ব দূরীকরণে কৃষিভিত্তিক খামার প্রকল্পসহ বিভিন্ন কর্মমুখী উদ্যোগ নিয়ে কাজ করার পরিকল্পনার কথাও জানান তিনি। তরুণ প্রজন্মকে আত্মনির্ভরশীল করতে এসব প্রকল্প বড় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।
তাঁর স্বদেশ আগমন ঘিরে সিলেটের তরুণ সমাজের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ জানান, কামরুন্নেছা খানম শোভার নেতৃত্বে দেশ ও প্রবাসের তরুণরা আরও উৎসাহিত হবে—উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে।