Sharing is caring!
ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আলুঘাট সড়ক সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে তিনি সরেজমিনে সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং চলমান কাজের মান, গতি ও সার্বিক অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন।
এসময় ইউএনও সাইফুল ইসলাম ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে গুণগতমান বজায় রেখে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। তিনি বলেন, “সড়ক যোগাযোগ উন্নয়নের মাধ্যমে জনসাধারণের ভোগান্তি কমানোই আমাদের মূল লক্ষ্য। তাই কাজের মানে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি বরদাস্ত করা হবে না।”
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশল বিভাগ, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। স্থানীয় এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল অবস্থায় থাকায় যাতায়াতে ভোগান্তি পোহাতে হয়েছিল। সংস্কার কাজ দ্রুত সম্পন্ন হলে তাদের দুর্ভোগ অনেকটাই কমে যাবে বলে আশা করছেন তারা।
উপজেলা প্রশাসন জানায়, সড়কটির সংস্কার কাজ সম্পন্ন হলে আলুঘাটসহ আশপাশের এলাকার ব্যবসা-বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান ও জরুরি সেবা ব্যবস্থায় গতি আসবে।