Sharing is caring!
সাইফুল ইসলাম সুমন, জুড়ী:
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার পূর্ব বেলাগাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক মো. শেখ ফরিদ, প্রতিষ্ঠাকালীন সহকারী শিক্ষক মোঃ আবুল কাশেম, প্রতিষ্ঠাকালীন সহকারী শিক্ষক মোঃ মেহের আলী, প্রতিষ্ঠাকালীন সহকারী শিক্ষক মোঃ মইয়ব আলী কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার পূর্ব বেলাগাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত এ সংবর্ধনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রবীণ শিক্ষাবিদ তাজুল ইসলাম (তারা মিয়া)। বিশেষ অতিথি ছিলেন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী, জাঙ্গিরাই দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আব্দুর রহিম সরকার, ভূকশিমইল কলেজের প্রভাষক জহিরুল ইসলাম সরকার, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম, কচুরগুল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জামাল হোসেন, বেঁলাগাও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এরশাদ আলী।
সভায় স্বাগত বক্তব্য রাখেন- কৃষ্ণনগর-বাছিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম সাইফ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মাওলানা মতিউর রহমান, লিয়াকত আলী, সাইফুল আলম, সাইফুর রহমান জমির, সুরুজ আলী, কামাল হোসেন মিন্টু, সুরুজ মিয়া, আনোয়ার হোসেন আকাশ, হেলাল আহমদ, নাসির হোসেন প্রমুখ। সভা সঞ্চালনা করেন- বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হাবিবুর রহমান মুরাদ।