Sharing is caring!
মো:লাতিফুর রহমান,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো নবীনবরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। নতুন শিক্ষার্থীদের বরণ করে নিতে কলেজ প্রাঙ্গণ ছিল সাজসজ্জায় সজ্জিত, আর শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ এবিএম কামাল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) এমএন ইসফাকুল কবীরের বিশেষ অতিথি পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, কলেজের প্রভাষক রফিকুল ইসলাম,সহ অধ্যাপক ফওজিয়া, বিদ্যুৎসাহী সদস্য খন্দকার ছামছিয়ার বেগম, ইকবাল হোসেন বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, প্রভাষকগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষা শুধু ডিগ্রির জন্য নয়—মানুষ হিসেবে গড়ে ওঠার জন্যও প্রয়োজন। তারা নৈতিকতা, মানবিকতা ও উচ্চশিক্ষায় মনোনিবেশ করার পরামর্শ দেন। একইসঙ্গে নারী শিক্ষার অগ্রযাত্রায় পীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের ভূমিকা তুলে ধরেন।
পরে কলেজের বিভিন্ন শ্রেণিতে মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থী, ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিজয়দের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষ অংশে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে পর্বটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। শেষে অধ্যক্ষ ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
পীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক-শিক্ষার্থী সকলেই আশা প্রকাশ করেন যে নতুন শিক্ষাবর্ষ কলেজের সুনাম আরও উজ্জ্বল করবে।