Sharing is caring!
দোয়েল,বাঘা(রাজশাহী) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ-শরিয়তপুর রুটের বিআরটিসি বাস বানেশ্বর-বাঘা হয়ে ইশ্বরদী রুটে চলাচল অব্যাহত রাখার দাবিতে বাঘা উপজেলায় দুটি সংগঠনের পক্ষ থেকে পৃথক স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্মারকলিপিতে, শিক্ষার্থী-জনসাধারনের সুবিধার্থে চাঁপাইনবাবগঞ্জ-শরিয়তপুর রুটের বিআরটিসি বাসটি বানেশ্বর-বাঘা হয়ে ইশ্বরদী রুটে চলাচল অব্যাহত রাখার দাবি করা হয়।
স্মারকলিপিতে বলা হয়, চাঁপাইনবাবগঞ্জ-শরিয়তপুর গুরুত্বপূর্ণ জনপদকে সংযুক্ত করে বিআরটিসি বাস সার্ভিসটি দীর্ঘদিন ধরে যাত্রীসাধারণকে সুলভ, নিরাপদ ও নির্ভরযোগ্য পরিবহন সেবা দিয়ে আসছে। এই রুটের বাস চলাচল শুরু হলে সাধারণ মানুষ, শিক্ষার্থী, কর্মজীবীসহ নিম্ন আয়ের যাত্রীরা সুবিধা পাবে।
তাতে আরো উল্লেখ করা হয়, বাঘা চারঘাটের মানুষের প্রাণের দাবি ও দীর্ঘদিনের প্রত্যাশা এবং জনদূর্ভোগ নিরসনের জন্য সরকারি প্রজ্ঞাপনে গত ২৪ নভেম্বর রহনপুর (চাপাইনবাবগঞ্জ) থেকে চারঘাট-বাঘা হয়ে কাজিরহাট (শরিয়তপুর) পর্যন্ত বিআরটিসি বাস চলাচল শুরুর বিষয়টি জনস্বার্থে অবগত করা হয়। এর আলোকে গত ২৬ নভেম্বর’২৫ এই রুটে চলাচল শুরু করে। এটা ছিল অত্যন্ত আনন্দের। কিন্তু শুরু প্রথম দিনেই বাস শ্রমিকের বাধায় পড়ে বন্ধ হয়ে যায়। সংগঠনগুলোর নেতৃবৃন্দ এই রুটে বিআরটিসি বাসটি চালু রাখার জন্য রাজশাহী জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন।
বৃহসপতিবার বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার-এর মাধ্যমে জেলা প্রশাসক, রাজশাহী বরাবর স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাঘা উপজেলা কমিটি এবং পিপলস ফোরাম ফর গুড গভর্ন্যান্স (পিএফজি) বাঘা উপজেলা কমিটি।
উপস্থিত ছিলেন- বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাঘা উপজেলা শাখার সভাপতি ড.আব্দুস সালাম, পি এফ জি বাঘা উপজেলার এম্বাসেডর সুরুজ্জামান সুরুজ, বাপার বাঘা উপজেলা কমিটির যুগ্ম সাধারন সম্পাদক অপূর্ব কুমার সাহা, বাপার বাঘা পৌর কমিটির সভাপতি বেনজির আহমেদ বিপ্লব, আমিরুল ইসলাম, মহিলা সম্পাদিকা রানু আক্তারী, পিএফজি সদস্য শাপলা খাতুন, কো অর্ডিনেটর উত্তম কুমার পাল, সহকারী অধ্যাপক নীরেন্দ্রনাথ সরকার, আব্দুল হামিদ মিয়া, শরিফুল ইসলাম,আলমগীর হোসেন প্রমুখ।
অবগতি ও ব্যবস্থা গ্রহনের জন্য অনুলিপি প্রেরণ করা হয়- রাজশাহী বিভাগীয় কমিশনার, ডিআইজি, রাজশাহী রেঞ্জ, পুলিশ সুপার, রাজশাহী,বাঘা উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ, বাঘা, বিআরটিসি, পাবনা,বেসরকারী বাস মালিক সমিতি, রাজশাহী।