ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে লোহাগাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার বটতলী ইনসাফ রেস্টুরেন্ট চত্বর থেকে সর্বস্তরের বিপ্লবী ছাত্র–জনতার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দরবেশ হাট সড়কের মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশে করে।
সমাবেশে লোহাগাড়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী জহির উদ্দীন বলেন, তফসিল ঘোষণার পরদিনই প্রার্থী ওসমান হাদীকে গুলি করা প্রমাণ করে যে গণতান্ত্রিক আন্দোলনকে দমন করতেই এই হামলা চালানো হয়েছে।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ উপস্থিত ছিলেন, উপজেলা এনসিপি প্রধান সমন্বয়কারী জহির উদ্দীন, সমাজ কর্মী মোঃ নুরুছাফা, এনসিপির যুগ্ম সমন্বয়কারী রিদওয়ান রাইহান, সদস্য ও বিআর সামি, শহীদ ইসমাম এর বড় ভাই মোহাম্মদ মুহিব, মারুফ হোসেন রিজভী, আবু বক্কর প্রমূখ।