Sharing is caring!
উৎফল বড়ুয়া, সিলেট:
সিলেট মোগলাবাজার ইউনিয়নের কৃতি সন্তান,বিশিষ্ট শিল্পপতি ও দানবীর ব্যক্তিত্ব, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল এর সম্মানিত পরিচালক, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্মানিত পরিচালক, বহুগুণে গুণান্বিত একজন সাদা মনের মানুষ, মানবতা ও মানবিকতার মহান ব্যাক্তিত্ব, আলহাজ্ব মোঃ কাপ্তান হোসেন এর নিজ অর্থায়নে পরিচালিত হচ্ছে উক্ত ট্রাস্ট।
মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাষ্টের পক্ষ থেকে শনিবার (১৩ ডিসেম্বর) মোগলাবাজার ইউনিয়ন এর ১.২.৩.৪.৫.৬.৭..৯.ও দাউদপুর ইউনিয়ন এর ১.২.৩. নম্বর ওয়ার্ডের পৃথক পৃথক ৩ টি স্থানে মোগলাবাজার ইউনিয়ন এর ৮ টি ওয়ার্ড ও দাউদপুর ইউনিয়ন এর ৩ টি ওয়ার্ডের অসহায় হতদরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্ত পরিবারের ১৪০০ শত পরিবারের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ ও শতাধিক পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়।
উক্ত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাষ্টের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মানবতার ফেরিওয়ালা আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের সম্মানিত সহ সভাপতি মোঃ মুহিবুর রহমান,জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক মাওলানা জালাল উদ্দীন ভূইয়া, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সম্মানিত সভাপতি ও ট্রাস্টের নির্বাহী সদস্য জাহঙ্গীর আলম মুসিক ট্রাস্টের দপ্তর সম্পাদক ময়নুল ইসলাম মন্জুর, নির্বাহী সদস্য হারুনুর রশীদ হীরণ, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাব উদ্দিন শিহাব, আব্দুল জব্বার, মাওলানা রফিকুল ইসলাম, সদস্য রায়হান আহমদ, শাকিল মাহমুদ মইন, ময়নুল মেম্বার, রুহুল আমিন মেম্বার,শহিদুল ইসলাম, হাফিজ আব্দুর রহমান, নাহিয়ান ইবনে কাপ্তান প্রমুখ।
উপস্থিত সকলে মহান আল্লাহ পাকের কাছে দোয়া প্রার্থনা করেন,মানবতার ফেরিওয়ালা আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেনের এই দানকে কবুল করে দুনিয়া ও আখেরাতের কল্যাণের জন্য কাজ করার তাওফিক দান করেন আমিন।
আজ রবিবার বিকাল ৩ ঘটিকার সময় মোগলাবাজার ইউনিয়ন এর ৮ নম্বর ওয়ার্ডের অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ এবং পরবর্তীতে সিলেট শহরের বিভিন্ন এলাকায় উক্ত শীতবস্ত্র বিতরণ চলমান থাকবে।