আজ সোমবার, ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

জুড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

editor
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ণ
জুড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

Sharing is caring!


Manual6 Ad Code

সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকেঃ

Manual7 Ad Code

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

Manual5 Ad Code

রবিবার (১৪ ডিসেম্বর) উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ দস্তেগীর।

জুড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল আলম খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জুড়ী উপজেলার সহকারী কমিশনার ভূমি সাবরিনা আক্তার, জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ, জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আব্দুস শহীদ চৌধুরী খুশি, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শহিদুল ইসলাম।

Manual5 Ad Code

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, চিত্তরঞ্জন আচার্য্য, আব্দুল হামিদ, আব্দুল জলিল, আকমল আলী, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদ মিয়া, উপজেলা জামায়াতের আমীর আব্দুল হাই হেলাল, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মৃদুল কান্তি দে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দিলীপময় দাশ চৌধুরী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুমিত সিংহ, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ চৌধুরী, বিএনপি নেতা মোঃ মোস্তাকিম আহমেদ প্রমুখ।

Manual8 Ad Code

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর স্বাধীনতার পূর্বক্ষণে পাকিস্তানী হানাদার বাহিনীদের হত্যার শিকার হন এ দেশের বুদ্ধিজীবীরা। বাংলাদেশ কে মেধাশূন্য করতেই এ হত্যাযোগ্য চালায় পাক হানাদার বাহিনী এবং তার দোসর আলবদর বাহিনীর সদস্যরা। সে দিনকে স্মরণ রাখতে প্রতিবছর ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়।

Manual1 Ad Code
Manual7 Ad Code